মাঠে ঢুকে সাকিবের পা ছুঁয়ে সালাম করলেন দর্শক
শেরে বাংলা স্টেডিয়ামের গ্যালারি থেকে লোহার গ্রিল পেরিয়ে মাঠে ঢুকে পড়লেন এক দর্শক। দৌড়ে এসে লুটিয়ে পড়েন সাকিব আল হাসানের পায়ে। পরে নিরাপত্তাকর্মীরা দ্রুতই ওই তরুণকে স্টেডিয়ামের বাইরে নিয়ে যান। খেলা কিছু সময়ের জন্য বন্ধ থাকে।
আজ শুক্রবার বিকেলে মিরপুর টেস্টে ভারতের ব্যাটিংয়ের ৬৮তম ওভার শুরুর আগমুহুর্তে ঘটে এই ঘটনা। মিরাজ প্রস্তুত হচ্ছিলেন বল হাতে। স্ট্রাইক প্রান্তে ছিলেন রিশাব পন্ত। পয়েন্টে ফিল্ডিং করছিলেন সাকিব। পূর্ব গ্যালারির নিরাপত্তা বেষ্টনি ডিঙিয়ে ওই তরুণ দৌড়ে চলে আসেন সাকিবের কাছে। বাংলাদেশ অধিনায়ক প্রতিক্রিয়া দেখানোর আগেই নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা তাকে জাপটে ধরে নিয়ে যান মাঠের বাইরে।
বাংলাদেশের ক্রিকেট মাঠে ম্যাচের মাঝে দর্শক ঢুকে পড়ার ঘটনা নতুন নয়। ২০১৯ সালে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের মাঝে কাঁটাতারের বেষ্টনী ডিঙিয়ে সাকিবকে ফুলের তোড়া উপহার দেন এক ভক্ত। মিরপুরে বিপিএলের ম্যাচে মাশরাফী বিন মোর্ত্তজাকে জড়িয়ে ধরেছিলেন এক দশর্ক।