১৭ ডিসেম্বর ২০২২, ১৭:০০

আমি প্রস্তুত আছি— মেসি

লিওনেল মেসি  © সংগৃহীত

আগামীকাল রোববার ফুটবল বিশ্বকাপের ফাইনাল মহারণ। এতে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স ও দারুণ ছন্দে থাকা আর্জেন্টিনা। এদিন রাত ৯টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে খেলা শুরু হবে।

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা থাকায় বাংলাদেশে মেসি ভক্তদের খুশির অন্ত নেই। প্রিয় দলের জয়ের প্রার্থনা চলছে সর্বত্র। অনেকেই ব্যতিক্রমভাবে খেলা উপভোগের প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে বিশ্বকাপে মেসির শেষ ম্যাচ নিয়ে রয়েছে বাড়তি উন্মাদনা।

এদিকে বিশ্বকাপের ফাইনালে আকাশি-সাদা জার্সি পরে মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা। এটি আর্জেন্টিনার হোম জার্সি। আর্জেন্টিনা যে দুটি বিশ্বকাপ জিতেছে সেটি এই আকাশি-সাদা জার্সি পরেই। ২০১৪ সালে জার্মানির বিপক্ষে ফাইনালে অ্যাওয়ে জার্সি পরে মাঠে নেমেছিল আর্জেন্টিনা।

এদিকে ফাইনালের  জার্সি পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন ‘‘আমি প্রস্তুত আছি। চলো আর্জেন্টিনা!!’’।

মেসি এই নিয়ে তাঁর পঞ্চম বিশ্বকাপ খেলছেন। ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপ। ৩৫ বছর বয়সী এই ফুটবলার বিশ্বকাপে এবার অন্যরকম ছন্দে রয়েছেন। সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে হারানোর পর মেসি ঘোষণা দেন ফাইনালই তার শেষ ম্যাচ।