মরক্কোর স্বপ্নযাত্রা থামিয়ে ফাইনালে ফ্রান্স
ফুটবল বিশ্বকাপে টানা ভালো খেলেও স্বপ্নযাত্রায় ইতি টানতে হলো মরক্কোর। দ্বিতীয় সেমিফাইনালে তাদের হারিয়ে ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ফ্রান্স। কাতারের আল বায়ত স্টেডিয়ামে এবারের বিশ্বকাপের চমক মরক্কোকে ২–০ গোলে হারিয়েছে তারা। এর মাধ্যমে ৬০ বছরের মধ্যে প্রথমবারের মতো টানা দুবার বিশ্বকাপ জয়ের কাছাকাছি ফ্রান্স।
রোববার লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফাইনালে এমবাপ্পের ফ্রান্স কীর্তি গড়তে মাঠে নামবে মেসির আর্জেন্টিনার বিপক্ষে। সেমিফাইনালের আগে মাত্র একটি গোল খাওয়া মরক্কোর রক্ষণ ভাঙতে পাঁচ মিনিট লাগে ফ্রান্সের। আঁতোয়ান গ্রিজমান মরোক্কান ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে কিলিয়ান এমবাপ্পেকে ক্রস বাড়ান। পরে প্রায় ফাঁকায় দাড়ানো থিও এরনান্দেজের কাছে বল গেলেদারুণ এক ভলিতে গোল পেয়ে যান তিনি।
আরো পড়ুন: আর্জেন্টিনার পেজে তিতুমীর কলেজের মেসি ভক্তদের উল্লাসের ভিডিও
পাঁচ মিনিট পরে মরক্কোর মিডফিল্ডার আজেদিন উনাহির ২৫ গজ দূর থেকে নেওয়া শট ঠেকিয়ে দেন ফ্রান্সের অধিনায়ক উগো লরিস। ১৭তম মিনিটেও সুযোগ নষ্ট করে মরক্কো। এরমধ্যে ফ্রান্সের একটি শট গোলবারে লেগে ফেরে। প্রথমার্ধের শেষ দিকে ফ্রান্সকে চাপে রাখে মরক্কো। তবে গোল হয়নি।
বিরতির পরও ভালো খেলছিল তারা। প্রথম ১৫ মিনিট বল ছিল ফ্রান্সের সীমানাতেই। একাধিকবার গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি মরোক্কা। ফ্রান্সের রান্দাল কোলো মুয়ানি উসমান দেম্বেলের বদলি হিসেবে মাঠে নেমেই দলের হয়ে দ্বিতীয় গোলটি পেয়ে যান। ৭৫ মিনিটে দারুণ সুযোগ নষ্ট করে মরক্কো। ফলে আক্ষেপ নিয়েই স্বপ্ন বিসর্জন দিতে ফিরতো হলো আফ্রিকান আরব দেশটির।