রোনালদোকে নিয়ে যা বললেন মাশরাফি
কোয়ার্টার ফাইনালে পর্তুগালের প্রতিপক্ষ মরক্কো হওয়ায় অনেকেই ক্রিশ্চিয়ানো রোনালদোর দলকে সেমিফাইনালে দেখেছিলেন। এমনকি, শেষ ষোলোতে তাদের দুর্দান্ত পারফরম্যান্সে রোনালদোর হাতে ট্রফিও দেখার আশায় ছিলেন অনেকে।
কিন্তু মরক্কোর কাছে হেরে বিদায় নিতে হলো পর্তুগালকে। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপের শেষ ম্যাচে প্রথমার্ধে বেঞ্চে বসে কাটাতে হয়েছে রোনালদোকে। হারের পর মাঠেই কান্নাই ভেঙে পড়েন তিনি। ড্রেসিংরুমে ফেরার সময়ও কাঁদতে দেখা যায় রোনালদোকে।
ফুটবলের এই মহানায়কের কান্না দেখে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি মুর্তজারও মন কেঁদেছে।
কাল মাশরাফি নিজের ফেসবুক পেজে লেখেন, ‘খেলা শুধুই একটি বিনোদন, একথাটা সত্য, কিন্তু অনেকটা পুঁথিগত। যে নিজের দেশকে প্রতিনিধিত্ব করেনি সে বুঝবে না চোখের জ্বলের (রোনাল্ডোর কান্না) পেছনে জীবনে কত আত্মত্যাগ, শ্রম ও দেশপ্রেম জড়িয়ে আছে।’
তিনি বলেন, ‘আবার অনেকের কাছে সবটাই আবেগ মনে হবে। সত্যিই এরকম আবেগ না থাকলে শুধু নিজে ভালো থাকা যায়, কিন্তু নিজের দেশ ছাড়িয়ে বিশ্বের কোটি কোটি ভক্তকে আবেগাক্রান্ত করা যায় না।’
মাশরাফি আরও লিখেছেন, ‘তোমার (রোনালদো) মতো খেলোয়াড় এসেছে বলেই ফুটবল এত সুন্দর। বছরের পর বছর নিজের দেশকে উজাড় করে সেরাটা দিতে দেখে যাওয়া ছিল আমাদের জন্য আরও সুন্দর। খুব খারাপ লাগছে তোমার বিদায়ে, কিন্তু বাস্তবতা মানতেই হবে।’
তিনি বলেন, ‘ক্রিশ্চিয়ানো’ তুমি যা করেছো তাতে ফুটবল তোমার কাছে আজীবন ঋণী হয়ে থাকবে। শুধু আফসোস তোমার খেলা মাঠে বসে দেখার সুযোগ হলো না।’