টেনশনে হার্ট অ্যাটাক, পরে প্রাণটাই গেল আর্জেন্টিনা সমর্থকের
আর্জেন্টিনার খেলা দেখার সময় অতিরিক্ত টেনশনে অসুস্থ হয়ে পড়েছিলেন মানবেন্দ্র কুমার সাহা। পরে হার্ট অ্যাটাক হয়। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা গ্রামে শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে আর্জেন্টিনার খেলার সময় এ ঘটনা ঘটে।
স্থানীয় শিক্ষক উৎপল কুমার ভৌমিক বলেন, গাজনা বাজারে আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডের খেলা দেখছিলেন মানবেন্দ্র। খেলার শেষ মুহূর্তে নেদারল্যান্ড গোল দিলে ২-২ সমতা হয়। টাইব্রেকারের শুরুতেই টেনশন করতে থাকেন তিনি। এতে অসুস্থ হয়ে পড়েন। কিছুক্ষণ পরই মৃত্যুর কোলে ঢলে পড়েন মানবেন্দ্র।
আরো পড়ুন: ‘বিশ্বকাপটা এখন আর্জেন্টিনাকে দিয়ে দিতে পারেন’
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কবির হোসেন বলেন, ভোরের দিকে এক রোগীকে আনা হয়। তবে এর আগেই তার মৃত্যু হয়েছে। তিনি হার্ট অ্যাটাক করেছিলেন।
গাজনা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, আর্জেন্টিনার পাগল ভক্ত ছিলেন মানবেন্দ্র। খেলা দেখার সময় টাইব্রেকারের শুরুতে টেনশনে অসুস্থ হয়ে পড়েন তিনি। খেলা শেষ না করেই বাড়িতে চলে যান। সকালে তিনি মারা যান। হাসপাতালে চিকিসৎক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।