১০ ডিসেম্বর ২০২২, ১৪:৫১

ইশানের ডাবল সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

ইশানের ডাবল সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত  © সংগৃহীত

দুর্দান্ত খেলেছেন কিষাণ। ২৪তম ওভারের প্রথম বলে আফিফকে চার মেরে তুলে নেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি। ৮৫ বলে সেঞ্চুরি তুলে নেন। চট্টগ্রামে ঈশান কিষাণ খেললেন এক জীবনের ইনিংস। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটিকেই রূপ দিলেন ডাবল সেঞ্চুরিতে। সেটিও মাত্র ১২৬ বলে। 

ওয়ানডে ইতিহাসে এখন এটিই দ্রুততম ডাবল সেঞ্চুরি। বাংলাদেশের বিপক্ষে যে কোনো উইকেটে ওয়ানডেতে এখন এটিই সর্বোচ্চ। 

আগের রেকর্ডটি ছিল ক্রিস গেইলের। ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৩৮ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি। ওয়ানডেতে সপ্তম ব্যাটসম্যান হিসেবে নবম ডাবল সেঞ্চুরিটি করলেন কিষাণ। 

আউট হওয়ার আগে কোহলির সঙ্গে কিষাণের জুটিতে উঠেছে ২৯০ রান। ৩৮ ওভারে ৩২০ রান তুলে ফেলেছে ভারত।