সেমিতে যেতে আজ আর্জেন্টিনার সামনে নেদারল্যান্ড বাধা
সেমিফাইনালে যাওয়ার পথে লিওনেল মেসির আর্জেন্টিনার সামনে এখন নেদারল্যান্ড বাধা। তাদেরকে হারাতে পারলে কাপ জয়ের পথে আরও একধাপ এগিয়ে যাবে তারা। আজ রাত ৯টায় মুখোমুখি হচ্ছে দুই দল। কোয়ার্টার ফাইনালের দলগুলোর পার্থক্য থাকে কম। ম্যাচ ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩০ মিনিট পার করে গড়াতে পারে টাইব্রেকারে। নেদারল্যান্ডসের বিপক্ষে অত দূর যেতে দিতে চায় না আর্জেন্টিনা।
দ্বিতীয় রাউন্ডে দুটি ম্যাচ গড়িয়েছে টাইব্রেকারে। জাপান-ক্রোয়েশিয়ার ও মরক্কো-স্পেনের ম্যাচ দুটি ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। টাইব্রেকার লড়াই ছিল একপেশে। ক্রোয়েশিয়ার বিপক্ষে চারটি শেটর তিনটিই মিস করে জাপান। মরক্কোর বিপক্ষে প্রথম তিন শটের সব কটিই মিস করেছে স্পেন। স্পেন কোচ লুইস এনরিকে বলেছিলেন, পেনাল্টিকে তিনি ভাগ্যের বদলে দক্ষতা মনে করেন। খেলোয়াড়দের তিনি হাজারবার পেনাল্টি-প্রস্তুতি নিতে বলেছিলেন।
তবে প্রস্তুতি কাজে লাগেনি, স্পেনের বিপক্ষে মরক্কো ও জাপানের বিপক্ষে ক্রোয়েশিয়াকে জিততে চার শটের বেশি নিতে হয়নি। সর্বশেষ ফাইনালে ওঠার সময় আর্জেন্টিনাও টাইব্রেকারে জিতেছিল।
২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে পেনাল্টি শুট আউটে ৪-২ ব্যবধানে জয় পান মেসিরা। এবারও সামনে নেদারল্যান্ডস। তবে টাইব্রেকার এড়াতে চায় আর্জেন্টিনা। আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি বলেন, অনুশীলনে পেনাল্টির প্রস্তুতি নেওয়া হয়। তবে ম্যাচে কিক নেওয়া ভিন্ন ব্যাপার। ওই টাইব্রেকার পর্যন্ত যেন যেতে না হয়। এর আগেই পার হওয়ার আশা তার।