০৬ ডিসেম্বর ২০২২, ১২:২৪

আজ মরক্কো-স্পেন চ্যালেঞ্জ

মরক্কো-স্পেন চ্যালেঞ্জ  © সংগৃহীত

আজ বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে মরক্কো। নিজেদের ফুটবল ইতিহাসে দ্বিতীয়বারের মতো নকআউট পর্বে উঠাটা স্মরণীয় করে রাখার লক্ষ্য মরক্কোর। এদিকে, গ্রুপ পর্বের ব্যর্থতা ঘোচাতে একাদশে একাধিক পরিবর্তন আনার লক্ষ্য এনরিকের। 

মঙ্গলবার (৬ ডিসেম্বর) কাতারের অ্যাডুকেশন সিটি স্টেডিয়ামে শেষ আটে যাওয়ার লড়াইয়ে রাত ৯টায় শক্তিশালী স্পেনের মুখোমুখি হবে তারা।

প্রথম ম্যাচেই নিজেদের বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় জয় পায় স্পেন। কোস্টারিকার বিপক্ষে ৭ গোলের উৎসবের পরই জার্মানির ম্যাচে ড্র। গ্রুপের শেষ ম্যাচে এশিয়ার জায়ান্ট জাপানের দূরন্ত যাত্রায় কাটা পড়ে স্পেন। অঘটনের শিকার হয়ে কোনো রকমে রানার্সআপ হয়ে নকআউট পর্বে উঠেছে এনরিকের দল।

কোয়ার্টার ফাইনালে উঠতে হলে হারাতে হবে মরক্কোকে। এবারের বিশ্বকাপের সারপ্রাইজ প্যাকেজ মরক্কো। তাদের হারানো কতটা কঠিন তা ভালোই জানেন এনরিক। ম্যাচের ভেনু এডুকেশন সিটি স্টেডিয়াম। যেখানে এরই মধ্যে দক্ষিণ কোরিয়ার কাছে পর্তুগাল এবং তিউনিসিয়ার কাছে অঘটনের শিকার হয়েছিল ফ্রান্স। 

আরও পড়ুন: গোলের রেকর্ডে পেলে-রোনালদোর পাশে নেইমার

মরক্কো এবারের বিশ্বকাপের হট ফেভারিট। তাদের কারনেই বাদ পরেছে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালিস্ট বেলজিয়াম এবং কানাডা। ছাড় পায়নি রানার্সআপ ক্রোয়েশিয়া। এফ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে নকআউটে এসেছে মরক্কো। ইতিহাসে দ্বিতীয়বারের মতো নকআউট পর্বে খেলছে তারা।

এর আগে ১৯৮৬ সালে জার্মানির কাছে হেরে আর কোয়ার্টারে উঠা হয়নি। এবার স্পেনকে হারিয়ে সে স্বাদ মেটাতে চায় এটলাস লায়ন্স। সম্ভাব্য ৪-৩-৩ ফরমেশনেই খেলার লক্ষ্য কোচ ওয়ালিদ রেগরাগুয়েইর। 

মরক্কো-স্পেন দেখা হয়েছিল গত বিশ্বকাপেও। সেবার ২-২ গোলে ড্র হয়েছিল ম্যাচটি। দুদলের তিনবারের দেখায় দুই জয় নিয়ে এগিয়ে আছে স্পেনই।