দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ফিরছেন নেইমার, দু’দলের পরিসংখ্যান কী বলছে

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ফিরছেন নেইমার
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ফিরছেন নেইমার  © সংগৃহীত

ইনজুরিতে পড়া নেইমার বিশ্বকাপের মাঠে ফিরছেন। ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছিলেন একদিন আগেই। এবার জানা গেল, শেষ ষোলোয় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে খেলবেন নেইমার জুনিয়র। ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ৭ ম্যাচে। যেখানে আধিপত্য পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। সাত ম্যাচের মধ্যে ৬টিতেই জিতেছে হলুদ শিবির। দক্ষিণ কোরিয়ার জয় এক ম্যাচে।

সোমবার (৫ ডিসেম্বর) স্টেডিয়াম নাইন সেভেন ফোর-এ ম্যাচ শুরু রাত ১টায়। ব্রাজিল-দক্ষিণ কোরিয়ার অষ্টম সাক্ষাৎ এটি।

বিশ্বকাপে এখনও ব্রাজিল-দক্ষিণ কোরিয়ার কোনো ম্যাচ হয়নি, ৬টিই ছিল প্রীতি ম্যাচ। এর মধ্যে শেষ চার দেখায়ই ব্রাজিলের কাছে একাধিক গোলে হেরেছে কোরিয়া। শেষ চার ম্যাচে সন হিয়ং মিনের দলকে তারা দিয়েছে ১৩ গোল। সব মিলিয়ে ৭ ম্যাচে দক্ষিণ কোরিয়ার ৫ গোলের বিপরীতে ব্রাজিল দিয়েছে  ১৬ গোল।

সবশেষ গত জুনে দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলে বিধ্বস্ত করে সেলেসাওরা। ওই ম্যাচে জোড়া গোল করেন নেইমার। 

আরও পড়ুন: কাতার বিশ্বকাপ জয়ে মেসির চোখে যে ৪ দল

ব্রাজিলের বিপক্ষে দক্ষিণ কোরিয়া যে ম্যাচটায় জিতেছিল, তার স্কোরলাইন ১-০। অন্যদিকে ব্রাজিলের সবচেয়ে বড় ব্যবধানে জয়টি ৫-১ গোলের। 

সর্বপ্রথম ১৯৯৫ সালে মুখোমুখি হয়েছিল দুদল। সেই ম্যাচে ব্রাজিল জিতে ১-০ গোলে। সবশেষ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল তিতের শিষ্যরা।


সর্বশেষ সংবাদ