০২ ডিসেম্বর ২০২২, ২৩:১২

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে কোরিয়া, বিদায় উরুগুয়ের

  © সংগৃহীত

শেষ বাঁশি পড়ার অপেক্ষা। বিদায় লেখা হয়ে গেছে এশিয়ার প্রতিনিধি দক্ষিণ কোরিয়ার নামের পাশে। এমন সময় গোল! হাউয়ান হ্যা চানের গোলটা যেন এক ঢিলে দুই পাখি। পর্তুগালকে ২-১ গোলে হারের স্বাদ দিলেন তিনি। উরুগুয়েকে বিদায় করে দিলেন আসর থেকে। রূপকথার গল্পের মতো কামব্যাকে দলকে শেষ ষোলোয় জায়গা এনে দিলেন।

ম্যাচের শুরুতে দাপট দেখাতে থাকে পর্তুগাল। গোল পেতেও বেশি অপেক্ষা করতে হয়নি তাদের। ম্যাচের ৫ মিনিটের মাথায় ডান পাশ থেকে ডিয়েগো দালোতের বাড়ানো ক্রসে দারুণ এক গোল করে পর্তুগালকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন রিকার্ডো হোর্তা। এবারের বিশ্বকাপে তিনি পর্তুগালের ৩য় খেলোয়াড় যিনি বিশ্বকাপে অভিষেক ম্যাচেই গোল করলেন।

আরও পড়ুন: কাল ঢাবি ছাত্রলীগের সম্মেলন, নতুন নেতৃত্বের দৌড়ে এগিয়ে যারা

এক গোল খেয়েই গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে দক্ষিণ কোরিয়া। যার ফল হিসেবে তারা গোলও পেয়ে যায়। ২৫ মিনিটে কর্নার থেকে বল রোনালদোর কাঁধে লেগে কিম ইয়ং গিয়োনের পায়ে আসলে দারুণ এক শটে গোল করে দলকে সমতায় ফেরান তিনি। ৩৩ মিনিটে গোলের সুযোগ পায় পর্তুগালও। কিন্তু দালোতের শট রুখে দেন কোরিয়ার গোলরক্ষক।

কাতার বিশ্বকাপকে সবাই মনে রাখতে বাধ্য হবে এবারের জায়ান্ট দেশগুলো বধের কারণে। অন্য কোন বিশ্বকাপে বড় দলগুলোকে এভাবে ভুগতে দেখা যায়নি মাঝারি মানের দলের বিপক্ষে। জার্মানি, বেলজিয়াম ইতোমধ্যে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। আর্জেন্টিনার মত দল সৌদি আরবের বিপক্ষে হেরে গিয়েছে। এবার রোনালদোর পর্তুগালকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করলো দক্ষিণ কোরিয়া।