জাপানের বিতর্কিত গোল নিয়ে ফিফার আইন কী বলছে
স্পেনের বিরুদ্ধে জিতে শেষ ষোলো নিশ্চিত করেছে জাপান। তবে ৫১ মিনিটে তানাকার করা গোল নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। মিতোমার যে পাস থেকে গোল করেন, সেটি লাইন ক্রস করেছিল বলে দাবি করা হচ্ছে। যদিও ভিএআর এ সহায়তায় গোল ঘোষণা করেন রেফারি।
দীর্ঘক্ষণ ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য নিয়ে বলটা লাইন পেরিয়ে গিয়েছিল কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেন রেফারি। এরপরও রেফারি ভুল সিদ্ধান্ত নিলেন কিনা? সেই বিতর্ক শুরু হয়েছে। তবে ফিফার নিয়ম অনুযায়ী, বল মাঠে ছিল। যদিও জাপানের কাছে ২-১ গোলে হেরেও দুই দলই শেষ ষোলোয় উঠেছে।
আরো পড়ুন: স্পেনকে হারিয়ে শেষ ষোলোয় এশিয়ার পরাশক্তি জাপান
জাপান-স্পেন ম্যাচের দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটে গোল করেন তানাকা। কাওরু মিতোমার পাসটি দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি দেখে মনে হবে বল লাইন পেরিয়ে গেছে। তবে ফিফার নিয়ম বলছে, 'অ্যারিয়াল ভিউ' ওপরের দিক থেকে দেখে বলের কোনো অংশ লাইনের মধ্যে থাকে, তাহলে বল মাঠে আছে বলে ধরা হবে। খেলাও চালিয়ে যেতে হবে।
'অ্যারিয়াল ভিউ'-তে বলের ১০০ শতাংশ লাইন পার না করায় জাপানের পক্ষে সিদ্ধান্ত গেছে। ফিফার ৯ নম্বর আইনে বলা আছে,বল বেরিয়ে গেছে তখনই ধরা হবে, যখন বল মাটিতে ঠেকা বা শূন্যে থাকা অবস্থায় গোললাইন বা টাচলাইনের পুরোটা পেরিয়ে যাবে গিয়েছে। এ নিয়মেই স্পেনের বিরুদ্ধে গোলটি বাতিল হয়নি।