কাতার বিশ্বকাপে রেকর্ড গড়তে যাচ্ছেন তিন নারী রেফারি
প্রথমবারের মতো পুরুষ ফুটবল বিশ্বকাপের ম্যাচ পরিচালনায় থাকছেন নারী রেফারিরা। কাতার বিশ্বকাপে নতুন এক ইতিহাস গড়তে যাচ্ছেন তিন নারী। তারা হলেন স্টেফানি ফ্রাপোর্ট, নেউজা ব্যাক ও কারেন ডিয়াজ। পুরুষদের ফিফা বিশ্বকাপে জার্মানি ও কোস্টারিকার ‘ই’ গ্রুপের ম্যাচ ইতিহাসের অংশ হতে যাচ্ছে। ম্যাচে প্রধান রেফারি হিসেবে থাকছেন ফরাসী নারী স্টেফানি ফ্রাপোর্ট।
বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) 'ই' গ্রুপের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে জার্মানি-কোস্টারিকা। দ্বিতীয় রাউন্ডে যেতে ম্যাচটি জেতা লাগবে জার্মানির। কোস্টারিকারও সুযোগ আছে ম্যাচ জিতে পরের রাউন্ডে যাওয়ার।।
গত সপ্তাহে ‘সি’ গ্রুপে পোল্যান্ড ও মেক্সিকো ম্যাচের চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ফ্রাপোর্ট।
এবার বিশ্বকাপে জার্মানি-কোস্টারিকা ম্যাচে মূল রেফারি থাকবেন ৩৮ বছর বয়সী ফ্রাপোর্ট। তাকে সহযোগিতা করবেন ব্রাজিলিয়ান নেউজা ও মেক্সিকান ডিয়াজ।
ফিফা জানায় এই ম্যাচটি পরিচালনা করে ৯২ বছরের ইতিহাসে নতুন করে নাম লেখাবেন স্টেফানি। ম্যাচ পরিচালনার পুরো ভার যে পেয়েছেন তিনি।
স্টেফানির অবশ্য পুরুষদের ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আছে। ২০২১ সালের মার্চে বিশ্বকাপ বাছাইয়ে নেদারল্যান্ডস-লাটভিয়ার ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি।
আরও পড়ুন: শেষ ১৬-তে যেতে কঠিন সমীকরণে সাত দল
ক্লাব ফুটবলেও ম্যাচ পরিচালনায় দেখা গেছে তাকে। ২০১৯ সালে উয়েফা সুপার কাপে চেলসি-লিভারপুলের খেলা পরিচালনা করেন তিনি। পরের বছর প্রথম নারী হিসেবে পরিচালনা করেন চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ।
২০২০ সালে তাকে দেখা যায় চ্যাম্পিয়ন্স লিগের জুভেন্টাস-ডায়নামো কিয়েভ ম্যাচে।
ইতিহাসের সামনে দাঁড়িয়ে দ্য অ্যাথলেটিককে স্টেফানি জানান তার প্রতিক্রিয়া, 'ছেলেদের বিশ্বকাপ সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। আমি ফ্রান্সের প্রথম, ইউরোপের প্রথম হিসেবে অনেক মাইলফলক আগেও গড়েছি।
আমি জানি কীভাবে সামলাতে হয়। এই পর্যন্ত আসা মানে জায়গাটা যোগ্য হিসেবেই আসা।