এবার ফিফার পেজে ঢাবির ব্রাজিল সমর্থকদের ছবি

ফিফার পেজে ঢাবির ব্রাজিল সমর্থকদের ছবি
ফিফার পেজে ঢাবির ব্রাজিল সমর্থকদের ছবি  © সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মাতোয়ারা পুরো বিশ্ব। সেই উন্মাদনার জোয়ারে ভাসছে বাংলাদেশও। সম্প্রতি কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার জয়ে বাংলাদেশি আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে প্রকাশ করেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এবার বাংলাদেশি ব্রাজিল সমর্থকদের উল্লাসে মুগ্ধতার কথা জানিয়েছে সংস্থাটি।ফিফার পেজে ঢাবির ব্রাজিল সমর্থকদের ছবি।

সোমবার (২৮ নভেম্বর) রাতে দোহার স্টেডিয়াম ৯৭৪'এ সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্বের টিকিট পায় ব্রাজিল। প্রথমার্ধে কোনো গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধের ৮৩তম মিনিটে মিডফিল্ডার ক্যাসেমিরো জয়সূচক গোলটি করেন।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের জয়ে উল্লাসে মেতে ওঠে গোটা বাংলাদেশের ব্রাজিল সমর্থকরা। তাদের এই উল্লাসের একটি ছবি নিজেদের অফিসিয়াল টুইটারে পোস্ট করে ফিফা।

যেখানে বাংলাদেশি ব্রাজিলিয়ান সমর্থকদের উল্লাসের ২টি ছবি সংযুক্ত করে লিখেছেন, এই ছবিগুলো ব্রাজিলের নয়। ঢাকা, বাংলাদেশের। ব্রাজিল জাতীয় দলের জন্য তাদের কি দারুণ আয়োজন।

আরও পড়ুন: ‘অফসাইডে না থেকেও’ যে কারণে বাতিল ভিনির গোল

জানা গেছে, ছবি দুটি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মুহসীন হল মাঠের দৃশ্য।

উল্লেখ্য, সুইসদের ১-০ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই জয়ের ফলে চলমান আসরে ফ্রান্সের পর দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোয় পা রেখেছে  হলুদ জার্সিধারী তিতের শিষ্যরা। দলের জয়ে একমাত্র গোলটি করেন ক্যাসিমিরো। জি গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ব্রাজিল।

 


সর্বশেষ সংবাদ