২৮ নভেম্বর ২০২২, ১১:৩২

নেইমারের দলে না থাকা আমাদের জন্য ভালো হতে পারে: সুইস অধিনায়ক

জেরদান শাকিরি  © সংগৃহীত

কাতার বিশ্বকাপে নেইমারবিহীন দ্বিতীয় ম্যাচে আজ ব্রাজিলের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের মিশনে এবারও কোচ তিতের অন্যতম ভরসা নেইমার। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে গোল না পেলেও চেনা চেহারায় ছিলেন ৩০ বছর বয়সী ফরোয়ার্ড। যদিও নেইমারের অনুপস্থিতি নিয়ে বেশ দ্বন্দ্বে আছেন ব্রাজিলিয়ান সমর্থকরা। নেইমারের ইনজুরি নিয়ে সুইজারল্যান্ডের অধিনায়ক জেরডেন শাকিরি বলেন, নেইমার দলে না থাকায় আমাদের জন্য ভালো হতে পারে।

আজ সোমবার (২৮ নভেম্বর) ‘জি’ গ্রুপের নিজেদের দ্বিতীয় ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ডের। দোহার স্টেডিয়াম ৯৭৪-এ বাংলাদেশ সময় রাত দশটায় শুরু হবে ম্যাচটি। 

নিজেদের দ্বিতীয় ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ডের। জিতলেই নকআউট পর্ব প্রায় নিশ্চিত হয়ে যাবে ব্রাজিলের। সার্বিয়ার বিপক্ষে ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন দলের প্রধান তারকা নেইমার। 

নেইমারের ইনজুরি নিয়ে সুইজারল্যান্ডের অধিনায়ক জেরদান শাকিরি বলেন, ‘নেইমার দলে না থাকায় আমাদের জন্য ভালো হতে পারে। তবে এটা নিয়ে আমরা ভাবছি না। নিজেদের খেলাটাই খেলতে চাই। আর ব্রাজিল কেবল নেইমারনির্ভর দল নয়। দলটার নাম ব্রাজিল। সুতরাং, আমাদেরকে নিজেদের সেরা খেলাটাই উপহার দিতে হবে।’

এত সব অস্বস্তি মাথায় নিয়ে ব্রাজিলিয়ানরা নামছে সুইস-পরীক্ষায়। বেশ কয়েকজন তারকা চোটে পড়লেও এবারের ব্রাজিল দলের সাইডবেঞ্চ বেশ শক্তিশালী।

আরও পড়ুন: আজ ব্রাজিল-পর্তুগাল-উরুগুয়েসহ মাঠে নামবে ৮টি দল

রিচার্লিসন, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, রাফিনহা, সান্দ্রো, পেদ্রো, কাসেমিরো, সিলভাদের নিয়ে গড়া দলটি যে কোনো প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে দিতে পারে এক নিমিষে। ব্রাজিলের চোখে যে এখন কেবল একটাই স্বপ্ন-মিশন হেক্সা।

এর আগে ২০১৩ সালে এক প্রীতিম্যাচে ব্রাজিলকে হারিয়ে দেয় সুইজারল্যান্ড (১-০)। দু'দলের গত চারটা লড়াইয়ে পরিসংখ্যান সুইজারল্যান্ডেরই পক্ষে। দুই ম্যাচে জয়, একটিতে ড্র। ব্রাজিল জয় পেয়েছে এক ম্যাচে।

সবমিলিয়ে অবশ্য ব্রাজিলই এগিয়ে। সুইজারল্যান্ডের বিপক্ষে ৯ ম্যাচ খেলে ৩টিতে জিতেছে ব্রাজিল। হেরেছে দুটিতে। ড্র করেছে চার ম্যাচে।