আজ ব্রাজিল-পর্তুগাল-উরুগুয়েসহ মাঠে নামবে ৮টি দল
কাতার বিশ্বকাপে আজ ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ সুইজারল্যান্ড। দিনের শেষ ম্যাচে মুখোমুখি ক্রিস্টিয়ানোর রোনালদোর পর্তুগাল ও লুইস সুয়ারেজের উরুগুয়ে।
সোমবার (২৮ নভেম্বর) বিশ্বকাপে রয়েছে চারটি ম্যাচ। এই ম্যাচগুলোতে মাঠে নামবে ৮টি দল। খেলতে নামা দলগুলো হলো, ক্যামেরুন, সার্বিয়া, দক্ষিণ কোরিয়া, ঘানা, ব্রাজিল, সুইজারল্যান্ড, পর্তুগাল, উরুগুয়ে।
ক্যামেরুন-সার্বিয়া:
কাতারের আল-ওয়াক্রাহ শহরের আল জানুব স্টেডিয়ামে গ্রুপ ‘জি’ এর ম্যাচে বাংলাদেশ সময় বিকেল ৪টায় মাঠে নামছে ক্যামেরুন ও সার্বিয়া। পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে হার দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছে সার্বিয়া। অপরদিকে সুইজারল্যান্ডের বিপক্ষে এক গোলের হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ক্যামেরুন। শেষ ষোলোর দৌড়ে টিকে থাকার জন্য আজকের ম্যাচটি দুই দলের জন্যই মরন বাঁচন লড়াই।
দক্ষিণ কোরিয়া-ঘানা:
কাতার বিশ্বকাপে প্রথম জয় পেতে আজ মাঠে নামবে ঘানা ও দক্ষিণ কোরিয়া। এদিন টুর্নামেন্টের ‘এইচ’ গ্রপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে দু’দল। আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি।
দক্ষিণ কোরিয়ার কাছে ঘানা হেরে গেলে তাদের বিদায় নিশ্চিত হয়ে যাবে। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ঘানা-দক্ষিণ কোরিয়ার এটি ১০ম ম্যাচ। এর মধ্যে শেষ ৬ টি ম্যাচে উভয় দল তিনটি করে জয় পেয়েছে। সর্বশেষ ২০১৪ সালের প্রীতি ম্যাচে ঘানা ৪-০ গোলে হারিয়েছিল দক্ষিণ কোরিয়াকে।
আরও পড়ুন: নেইমারবিহীন আজ সুইজারল্যান্ডের বিপক্ষে খেলবে ব্রাজিল
ব্রাজিল-সুইজারল্যান্ড:
কাতার বিশ্বকাপে নেইমারবিহীন দ্বিতীয় ম্যাচ আজ ব্রাজিলের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। ‘জি’ গ্রুপের নিজেদের দ্বিতীয় ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ডের। দোহার স্টেডিয়াম ৯৭৪-এ বাংলাদেশ সময় রাত দশটায় শুরু হবে ম্যাচটি।
এর আগে ২০১৩ সালে এক প্রীতিম্যাচে ব্রাজিলকে হারিয়ে দেয় সুইজারল্যান্ড (১-০)। দু'দলের গত চারটা লড়াইয়ে পরিসংখ্যান সুইজারল্যান্ডেরই পক্ষে। দুই ম্যাচে জয়, একটিতে ড্র। ব্রাজিল জয় পেয়েছে এক ম্যাচে।
সবমিলিয়ে অবশ্য ব্রাজিলই এগিয়ে। সুইজারল্যান্ডের বিপক্ষে ৯ ম্যাচ খেলে ৩টিতে জিতেছে ব্রাজিল। হেরেছে দুটিতে। ড্র করেছে চার ম্যাচে।
পর্তুগাল-উরুগুয়ে:
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে নামবে। পর্তুগাল জিতলেই তাদের নকআউট নিশ্চিত হয়ে যাবে। উরুগুয়ের ক্ষেত্রে রাস্তা কঠিন। তাদের শিবিরেও চোট সমস্যা রয়েছে। উরুগুয়ের সেন্টার-ব্যাক রোনাল্ড আরাউজোর সেপ্টেম্বরে উরুর অস্ত্রোপচার হয়েছিল। পর্তুগালের বিরুদ্ধেও তাঁকে পাওয়ার সম্ভাবনা নেই।