কাতার বিশ্বকাপে ৬৭ সেকেন্ডে দ্রুততম গোলদাতা কানাডার ডেভিস

গোল উদযাপন কানাডার
গোল উদযাপন কানাডার  © সংগৃহীত

চলমান কাতার বিশ্বকাপে গ্রুপ ‘এফ’ এর সেরা দল বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়েছে মরক্কো। ওই গ্রুপের অন্য বড় দল ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের প্রথম মিনিটেই গোল করেছে কানাডা। লিড নিয়েছে ১-০ গোলে। 

কানাডার আলফনসো ডেভিসের গোলে ম্যাচের একেবারে শুরুতে লিড নিয়েছে কানাডা। কিক অফের ৬৭ সেকেন্ডের মাথায় গোল করে ডেভিস এ বিশ্বকাপের দ্রুততম গোলদাতা বনে গেছেন।

তবে বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম গোলের রেকর্ড থেকে বেশ খানিকটা দূরেই আছেন ২২ বছরের এ উঠতি তারকা। ২০০২ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১১ সেকেন্ডের মাথায় গোল করে রেকর্ড ধরে রেখেছেন তুরস্কের হাকার সুকুর।

বিশ্বকাপের দ্রুততম ১০ গোলের প্রতিটিই হয়েছে কিক অফের ৫০ সেকেন্ডের মধ্যে। সে হিসেবে ডেভিসের গোলটি হয়েছে খানিকটা দেরিতে।

ডেভিসের আগে কাতার বিশ্বকাপের দ্রুততম গোলটি আসে নেদারল্যান্ডসের কোডি গ্যাকপোর পা থেকে। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের ৬ষ্ঠ মিনিটে গোল করেন এ ডাচ ফরোয়ার্ড।

ডেভিসের গোলটি আরেকটি কারণে কানাডার জন্য স্মরণীয়। এটিই দলটির প্রথম বিশ্বকাপ গোল। এর আগে ১৯৮৬ সালে বিশ্বকাপ খেললেও সেবার ৩ ম্যাচে কোনো গোল করতে পারেনি উত্তর আমেরিকার দেশটি।


সর্বশেষ সংবাদ