২৭ নভেম্বর ২০২২, ২১:১৫
মরক্কোর কাছে হেরে গেল বেলজিয়াম
কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়েছে মরক্কো। এ ম্যাচে ৭০ ভাগ সময় বল দখলে রেখেও হেরে গেল ফিফা র্যাংকিংয়ে ২ এ থাকা বেলজিয়াম।
এবারের বিশ্বকাপে দারুন খেলছে মরক্কো। প্রথম ম্যাচে গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়াকে গোলশূন্য রুখে দিয়েছিল তারা। দ্বিতীয় ম্যাচে ইউরোপের শক্তিশালী বেলজিয়ামকে হারিয়ে তারা দ্বিতীয় রাউন্ডের পথে অনেকটাই এগিয়ে গেল।
এদিকে, বেলজিয়ামের এ হারকে অনেকেই দেখছেন অঘটন হিসেবে। এই বিশ্বকাপে এ নিয়ে বেশ কয়েকটি অঘটন দেখল ফুটবল ভক্তরা।
এর আগে সৌদি আরবের কাছে হেরে যায় আর্জেন্টিনা, জাপান হারিয়ে দেয় জার্মানিকে। আবার সেই জাপানকে ১-০ গোলে হারিয়ে দেয় স্পেনের কাছে ৭ গোল হজম করা কোস্টারিকা।