টিকে থাকতে রাতে নামছে মেসিরা, সামনে যত সমীকরণ

আর্জেন্টিনা দলের অনুশীলন
আর্জেন্টিনা দলের অনুশীলন  © ইন্টারনেট

বিশ্বকাপ ফুটবলে সবার কল্পনাকেও ছাপিয়ে প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরেছে ফেবারিট আর্জেন্টিনা। ফলে আজ শনিবার মেক্সিকোর বিপক্ষে নামার আগে চাপে মেসিরা। তারা পরের রাউন্ডে যেতে পারবে কিনা, এ আলোচনা সর্বত্র। আজকের ম্যাচ জেতার পাশাপাশি অনেক সমীকরণের সামনে দাঁড়িয়ে আলবেলিস্তেরা।

নকআউটে যাওয়া সবচেয়ে সহজ পথ হল, গ্রুপ পর্বের পরের দুই ম্যাচে জেতা। মেক্সিকো আর পোল্যান্ডকে হারাতে পারলে সব সহজ হবে। দুই ম্যাচ জিতলে মেসিদের পয়েন্ট হবে ৬। মেক্সিকো-পোল্যান্ড ম্যাচ ড্র হলেও আর্জেন্টিনার সুবিধা।

সৌদি আরব যেন আর না জেতে সেই প্রার্থনাও করতে হবে আর্জেন্টিনাকে। তারা দুই ম্যাচের একটিতে জিতলেও আর্জেন্টিনার কাজ যাওয়া কঠিন হয়ে যাবে। সৌদি আরবের পয়েন্ট হবে ছয়। তখন আর্জেন্টিনাকে বাকি দুই ম্যাচে জিততেই হবে। তবেই দ্বিতীয় দল হিসাবে তারা শেষ করতে পারবে।

আরো পড়ুন: বিশ্বকাপের ম্যাচ থেকে ছিটকে গিয়ে নেইমারের আবেগঘন বার্তা

আর্জেন্টিনা ড্র করলে পোল্যান্ডের বিরুদ্ধে জেতা ছাড়া কোনও বিকল্প খোলা থাকছে না। তখন তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলোর দিকে। রাশিয়া বিশ্বকাপেও চার পয়েন্ট নিয়ে নকআউট পর্বে গিয়েছিল আর্জেন্টিনা।

মেসিরা পরের ম্যাচে মেক্সিকোর কাছে হেরে গেলে তখন পোল্যান্ডকে বড় ব্যবধানে হারাতে হবে। সঙ্গে তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলোর দিকেও। দু'টি বা তিনটি দলের সমান পয়েন্ট হলে গোলপার্থক্য দেখা হবে। তিন পয়েন্ট নিয়ে পরের পর্বে যাওয়ার আশা খুবই কম। সে কারণে বাকি দুই ম্যাচ জিতে সব সমীকরণ পেছনে ফেলার চেষ্টাটাই করবে মেসিরা।


সর্বশেষ সংবাদ