দক্ষিণ কোরিয়া রুখে দিলো দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের

  © সংগৃহীত

দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের সঙ্গে গোলশুন্য ড্র করেছে দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাতটায় কাতারের আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ম্যাচে ফেবারিট হিসাবেই মাঠে নেমেছিল ল্যাটিন আমেরিকার আরেক পরাশক্তি উরুগুয়ে। লুইস সুয়োজ- কাভানিরা ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্বক খেলতে থাকে। ম্যাচে বল দখলের লড়াইয়ে বেশ এগিয়ে ছিল উরুগুয়ে। দৃষ্টিনন্দন পাস এবং দ্রুতগতির আক্রমণে ব্যস্ত করে তুলেছিল দক্ষিণ কোরিয়ার রক্ষণকে।

আরও পড়ুন : পেনাল্টি ঠেকিয়ে বান্ধবীকে চুম্বন, কাতারের আইন ভেঙে বিপাকে গোলরক্ষক

কিন্তু, পুরো ম্যাচে অসংখ্যবার আক্রমণ রচনা করেও দক্ষিণ কোরিয়ার জালে বল জড়াতে পারেনি উরুগুয়ের ফরোয়ার্ডরা।

অন্যদিকে পরাশক্তির বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেছে দক্ষিণ কোরিয়া। রক্ষণ সামলিয়ে মাঝেমধ্যে জোড়ালো আক্রমণ চালিয়ে বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করেছিল তারা। তবে কাজের কাজটি করতে পারেনি কোনো ফরোয়ার্ড।

এতে গোলশূন্য ড্র মেনে এক পয়েন্ট হাতে নিয়েই মাঠ ছাড়তে হয়েছে দুই দলকে।


সর্বশেষ সংবাদ