কাতারে দ্বিতীয় অঘটন, এবার জাপানের কাছে ধরাশয়ী জার্মানি

কাতার বিশ্বকাপের আরেকটি অঘটনের সাক্ষী হলো বিশ্ব। চারবারের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে উড়ন্ত সূচনা করল এশিয়া জায়ান্ট জাপান। এ যেন আর্জেন্টিনা-সৌদি আরব ম্যাচের পুনরাবৃত্তি।

বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাতটায় ‘ই’ গ্রুপের কাতারের খলিফা ইন্টারন্যশনাল স্টেডিয়ামে মুখোমুখি হয় জার্মানি ও জাপান। খেলার শুরু থেকেইর থেকেই জাপানকে চেপে ধরেছিল চারবারের চ্যাম্পিয়ন জার্মানি। ৮০ ভাগের ওপরে বলের দখল রেখে আক্রমণ শানাচ্ছিলো তারা। ১৭ মিনিটেই গোল পেয়ে যেতে পারতো ২০১৪ সালের চ্যাম্পিয়নরা; কিন্তু আন্তোনিও রুডিগার হেড বাইরে চলে যায় দ্বিতীয় পোস্ট ঘেঁষে।

ম্যাচের ৩২ মিনিটে জার্মানির ডেভিড রাউমকে ফাউল করেছিলেন জাপানের গোলরক্ষক সুইচি গন্ধা। স্পট কিকে কোন ভুল করেননি গুন্ডোগান। পেনাল্টি থেকে প্রথমার্রে গোলটি করেছেন জার্মানির ইলকায় গুন্ডোগান। ১-০ গোলের লিড পায় জার্মানি।

পেনাল্টিতে গোল করার চার মিনিট আগে বক্সের মাথা থেকে জোরালো শট নিয়েছিলেন গুন্ডোগান; কিন্তু বল সোজা চলে যায় জাপানি গোলরক্ষক সুইচি গন্ধার হাতে। ইনজুরি সময়ে ব্যবধান দ্বিগুণ করতে পারতো জার্মানি। বক্সের মাথা থেকে জামাল মুসিয়ালা যে শটটি নিয়েছিলেন তা চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। তাই এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় জার্মানরা।

বিরতির পর আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরব যেভাবে ফিরে এসেছিল, আজও ঠিক একইভাবে ফিরে আসে জাপান। একের পর এক আক্রমণে ব্যস্ত করে তোলে জার্মানির রক্ষণভাগকে।

৩৩তম মিনিটের সেই গোলের পর জার্মানরা আর গোল আদায় করতে পারেনি। উল্টো ৮ মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে বসে তারা।

ম্যাচের ৭৫তম মিনিটে জাপানের হয়ে সমতাসূচক গোলটি করেন সুপার সাব রিতসু দোয়ান। ৮৩ মিনিটে দ্বিতীয় গোল করেন আরেক সুপার সাব তাকুমা আসানো।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence