বিপিএলে দল পেলেন রিয়াদ-মুশফিক-লিটন
চলছে বিপিএলের নবম আসরের প্লেয়ার ড্রাফট। রাজধানীর একটি অভিজাত পাঁচ তারকা হোটেলে এই ড্রাফটে প্রথম ধাপেই কুমিল্লা ডাক পেয়ে দলে টানল তারকা ব্যাটার লিটন দাসকে। এরপর সিলেট দলে নিয়েছে আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমকে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলে টেনেছে মৃত্যুঞ্জয় চৌধুরীকে।
বিপিএলের নবম আসর শুরুর দিনক্ষণ চূড়ান্ত হয়েছিল আগেই। পর্দা উঠবে ২০২৩ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে। এর আগে আজ বুধবার (২৩ নভেম্বর) বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর অভিজাত এক হোটেলে বেলা সাড়ে ১২টা নাগাদ শুরু হয় এই ড্রাফট কার্যক্রম।
প্রথম ধাপে দল পেয়েছেন যারা তাদের তালিকা দেখে নেয়া যাক।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: লিটন দাস, মোসাদ্দেক হোসেন।
ফরচুন বরিশাল: মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী মিরাজ।
সিলেট স্ট্রাইকার্স: মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত।
খুলনা টাইগার্স: মোহাম্মদ সাইফুদ্দীন, ইয়াসির আলী রাব্বি।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: মৃত্যুঞ্জয় চৌধুরী, শুভাগত হোম।
রংপুর রাইডার্স: শেখ মেহেদী, হাসান মাহমুদ।
ঢাকা ডমিনেটর্স: মোহাম্মদ মিথুন, সৌম্য সরকার।
ড্রাফটের আগে দলে ছিলেন যারা
ফরচুন বরিশাল: (৯ জন) সাকিব আল হাসান, ক্রিস গেইল, রাহকিম কর্নওয়াল, ইফতেখার আহমেদ, রাহমানুল্লাহ গুরবাজ, করিম জানাত, ইবরাহীম জাদরান, নাভিন উল হক, কুশল পেরেরা।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: (৯ জন) মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলি, খুশদিল শাহ, আবরার আহমেদ, বেন্ডন কিং, মোহাম্মদ নাবি, জশুয়া কভ।
আরও পড়ুন: মুখের হাড় ভেঙে গেছে সৌদি ফুটবলার ইয়াসিরের
সিলেট স্ট্রাইকার্স: (৮ জন) মাশরাফী বিন মর্তুজা, মোহাম্মদ আমির, মোহাম্মদ হারিস, থিসারা পেরেরা, কামিন্দু মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, রায়ান বার্ল, কলিন অ্যাকারম্যান।
খুলনা টাইগার্স: (৫ জন) তামিম ইকবাল, ওয়াহাব রিয়াজ, নাসিম শাহ, আভিস্কা ফার্নান্দো, আজম খান।
রংপুর রাইডার্স: (৬ জন) নুরুল হাসান সোহান, সিকান্দার রাজা, শোয়েব মালিক, মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ, পাথুম নিশানকা।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: (২ জন) আফিফ হোসেন ধ্রুব, বিশ্ব ফার্নান্দো।
ঢাকা ডমিনেটর্স: (১ জন) তাসকিন আহমেদ।
যদিও সরাসরি দল পাননি মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ এবং তারকা ব্যাটার লিটন দাস। তবে এই তিনজনই থাকছেন এবারের ড্রাফটে সবচেয়ে দামী 'এ' ক্যাটাগরিতে।
এই তিন ক্রিকেটারসহ আসন্ন বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে ৭ ক্যাটাগরিতে ২১৭ জন দেশী ক্রিকেটার রয়েছেন। একইসঙ্গে ৪০৫ জন রয়েছে বিদেশি ক্রিকেটার। এ থেকে জি ক্যাটাগরিতে ক্রিকেটারদের মূল্য যথাক্রমে- ৮০ লাখ, ৫০ লাখ, ৩০ লাখ, ২০ লাখ, ১৫ লাখ, ১০ লাখ ও ৫ লাখ।