ফ্রান্স শিবিরে আবারও চোটের হানা

লুকাস এরনান্দেজ
লুকাস এরনান্দেজ  © সংগৃহীত

বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের বিশ্বকাপ দলে আবারও চোটের হানা। এবার বিশ্বকাপ থেকে ছিটকে যাচ্ছেন ফ্রান্সের ডিফেন্ডার লুকাস এরনান্দেজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পেয়েছেন এই বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার।

ফ্রান্সের বিপক্ষে ম্যাচের নবম মিনিটেই ১-০ গোলে এগিয়ে গেলেও শেষ দিকে খেই হারায় অস্ট্রেলিয়া। গ্রুপ 'ডি'তে কিলিয়ান এমবাপ্পেদের প্রথম ম্যাচে সকারুসদের ৪-১ ব্যবধানে বিধ্বস্ত করেছে তারা। তবে এরপরই দুঃসংবাদ পেলো কোচ দিদিয়ে দেশঁ। ইনজুরির কারণে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ফরাসি ডিফেন্ডার লুকাস এরনান্দেজ। 

ফ্রান্স কোচ বলেন, এরনান্দেজের আরও টেস্ট করা লাগবে। তার ইনজুরি গুরুতর মনে হচ্ছে। যেটা দলের জন্য বড় ধাক্কা। 
 
আল ওয়াকরার আল জানোব স্টেডিয়ামে ম্যাচের ৬ মিনিটে অস্ট্রেলিয়াকে লিড এনে দেন ক্রেগ গুডউইন। এরপরই আক্রমণাত্মক খেলা শুরু করে ফ্রান্স। তবে খেলার ১৩ মিনিটে হাঁটুর ইনজুরিতে পড়েন হার্নান্দেজ। এতে মাঠ ছেড়ে বের হয়ে যান বায়ার্ন মিউনিখের তারকা।

তবে ডিফেন্ডারকে হারিয়েও দারুণভাবে ম্যাচে ঘুরে দাঁড়ায় ফ্রান্স। নিয়মিত বিরতিতে অলিভিয়ের জিরুদ ২টি, এমবাপ্পে ও র‌্যাবিওট ১টি করে গোল করেন। তাতে কাতার বিশ্বকাপে শুভসূচনা করেন গতবারের চ্যাম্পিয়নরা।

আরও পড়ুন: আর্জেন্টিনাকে হারানো সৌদি ফুটবলারদের সবাই পাচ্ছেন রোলস রয়েস গাড়ি

জনপ্রিয় সংবাদমাধ্যম ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়, এরনান্দেজের মেডিকেল টেস্ট করা হয়। সেই রিপোর্ট হাতে পেয়েছে ফ্রান্স। তাতে দেখা গেছে, তার লিগামেন্ট ছিড়ে গেছে। যার ফলে ২০২২ আসরের বাকি অংশে আর খেলা সম্ভব নয় ফরাসি ডিফেন্ডারের। ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ) বিষয়টি নিশ্চিত করেছে। 

এছাড়াও বিশ্বকাপের আগে ইনজুরির কারণে ছিটকে গেছে ফ্রান্স সুপারস্টার করিম বেনজেমা,  ক্রিস্টোফার এনকুনকো, প্রিসনেল কিমপিম্বে, পল পগবা, এন’গোলো কন্তে। এতে বড়সড় চিন্তার মুখে ফরাসি শিবিরে। 

উল্লেখ্য, ইতালি ও ব্রাজিল ছাড়া টানা দুইবার শিরোপা জিততে পারেনি কোনো দল। ইতালি এই রেকর্ড গড়েছিল ১৯৩৪ ও ১৯৩৮ বিশ্বকাপে আর ব্রাজিল ১৯৫৮ ও ১৯৬২ বিশ্বকাপে। 

ফ্রান্স এই রেকর্ডে ভাগ বসানোর মিশনে এরই মধ্যে শুরুটা দারুণ করেছে। অলিভিয়ের জিরুর জোড়া গোল, আদ্রেঁয়া রাবিও ও কিলিয়ান এমবাপ্পের গোলে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ৪-১ গোলের ব্যবধানে। তবে এমন জয়ের রাতেও দেশমের চিন্তার কারণ নতুন আরও এক খেলোয়াড়ের চোট।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence