বিশ্বকাপের সাড়ে ২৯ লাখ টিকিট বিক্রি

ফুটবল বিশ্বকাপ
ফুটবল বিশ্বকাপ  © ফাইল ফটো

উদ্বোধনী দিন পর্যন্ত ফুটবল বিশ্বকাপের ২৯ লাখ ৫০ ম্যাচ টিকিট বিক্রির খবর জানিয়েছে ফিফা। বিশ্বকাপের সুবাদে গত চার বছরে ফিফা আয়ও বেড়ে দাঁড়িয়েছে ৭৫০ কোটি ডলার (বাংলাদেশি মূল্যমানে ৭৭ হাজার ৬৯০ কোটি টাকা)।

গতকাল রোববার ফিফার এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, উদ্বোধনী দিন পর্যন্ত ম্যাচের ২৯ লাখ ৫০ হাজার টিকিট বিক্রি হয়েছে। নেতিবাচক প্রচারণার পরও কাতার বিশ্বকাপ নিয়ে মানুষের আগ্রহ যে খুব বেশি কমেনি তারই প্রমাণ এটা।

২০১৮ রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে পুরো টুর্নামেন্ট জুড়েই ২৪ লাখ টিকিট বিক্রি হয়েছিল। ম্যাচ সংখ্যা সমান হওয়ার পরও কাতারে প্রথম দিনের পরই টিকিট বিক্রির এ সংখ্যা বলছে, এবার আয়ের নতুন রেকর্ড গড়তে যাচ্ছে ফিফা।

ফিফার কর্মকর্তা বলেছেন, কাতার থেকেই সবচেয়ে বেশি টিকিট কেনা হয়েছে। এরপরই আছে সৌদি আরব, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, ব্রিটেন, সংযুক্ত আরব আমিরাত, আর্জেন্টিনা, ফ্রান্স, ভারত ও ব্রাজিল।

এর আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এক সংবাদ সম্মেলনে বলেছেন, এই বছরের শেষ নাগাদ চার বছর মেয়াদে ফিফার আয় ৭৫০ কোটি ডোলার হবে। যা চার বছর আগে প্রত্যাশিত আয়ের চেয়ে ১০০ কোটি ডলার বেশি।


সর্বশেষ সংবাদ