২০ নভেম্বর ২০২২, ০৮:১৯

মরুর বুকে আজ থেকে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামছে ৩২ দল

কাতারে আজ থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ  © ইন্টারনেট

তেল আর গ্যাসের ওপর ভাসতে থাকা ছোট দেশ কাতার। মরুভূমির তেতে থাকা গরম বালুতে হেঁটে যাওয়া উট আর খেজুরগাছ চোখে ভাসে যে দেশের নাম শুনলে। অবশ্য এখন চোখ ধাঁধানো স্থাপত্য আর ঝাঁ চকচকে গাড়িতে সয়লাব সারাদেশ। সেই দেশেই আজ থেকে ফুটবলের পরাশক্তিরা মাঠে নামছে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে। কাতার প্রস্তুত ফিফা বিশ্বকাপের ২২তম আসর আয়োজনের।

এর আগেই দোহার কনভেনশন সেন্টারে বিশ্বকাপ নিয়ে কথা বললেন ফিফা সভাপতি। তিনি বলেন, আল-বায়ত স্টেডিয়ামে কাতার ও ইকুয়েডরের ম্যাচের বল মাঠে গড়ালে বিতর্ক ধুয়ে যাবে আরব সাগরে। এ ম্যাচের আগে রয়েছে উদ্বোধনী আয়োজন। এ অনুষ্ঠান কিংবা স্বাগতিক কাতারের ম্যাচ ঘিরে স্থানীয়দের মধ্যে নেই উদ্দীপনা। শনিবার ছুটির দিনটি বাড়িতেই কাটাতে পছন্দ কাতারিদের।

দেশটিতে আর্জেন্টিনা-ব্রাজিলের বাইরে বেশি সমর্থক চোখে পড়েছে পর্তুগাল আর স্পেনের। দিনে রোদের তাপে বের হচ্ছেন না তাঁরা, সন্ধ্যার পরই যত আয়োজন। ফুটবলের এই আবেগ বাংলাদেশেও জড়িয়ে দুই লাতিন দেশের সঙ্গেই। এ জন্য বাঙালির বিশ্বকাপ মিশনটা তাই মঙ্গল ও বৃহস্পতিবার র্জেন্টিনা আর ব্রাজিলের ম্যাচ শুরু হলেই প্রকৃত রুপ পাবে বলা যায়।

আরো পড়ুন: চোট নিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ফ্রান্সের স্ট্রাইকার বেনজেমা

এবার খুব বেশি রাত জাগতে হবে না বাংলাদেশিদের। কারণ খেলাগুলো বিকেল ৪টা, সন্ধ্যা ৭টা, রাত ৯টা ও ১০টায় হবে। কিছু ম্যাচ রাত ১টায় থাকবে। এবার প্রথা ভেঙে বিশ্বকাপ হচ্ছে নভেম্বর-ডিসেম্বরে। এই প্রথম এত ছোট দেশে এত বড় আয়োজন হচ্ছে।

বলা হচ্ছে, এখনকার বিশ্বসেরা তারকা মেসি, রোনালদো আর নেইমারের শেষ বিশ্বকাপ এটিই। এ নিয়ে তাই ভক্তদের বাড়তি আবেগও ছুঁয়ে যাচ্ছে। এবার শেষ সুযোগ মেসির জন্য। ফেবারিটদের তালিকায়ও রয়েছেন। সঙ্গে ব্রাজিল, জার্মানি, স্পেন, ফ্রান্স, পর্তুগালের মতো দলগুলো সমান দাবিদার বিশ্বকাপের। তবে বিশ্বকাপ শুরুর আগে বড় ধাক্কাটাই খেল ফ্রান্স। করিম বেনজেমা চোট নিয়ে ছিটকে গেছেন দল থেকে।