আর্জেন্টিনার ২০২২ ফুট পতাকা নিয়ে মেয়রের র্যালী
চলছে কাতার বিশ্বকাপের শেষ মূহুর্তের কাউন্টডাউন। গ্রেটেস্ট শো অন আর্থকে ঘিরে উন্মাদনা এখন বিশ্বজুড়ে। সেই হাওয়া বইছে বাংলাদেশেও। বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে ফেনীতে ২০২২ ফুট দৈর্ঘ্যের লম্বা পতাকা নিয়ে বর্ণাঢ্য র্যালী করেছে ‘আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠী’।
র্যালীটির আয়োজক কমিটির মূল উদ্যোক্তা ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। তিনি ঘোষণা করেছেন, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে বিশাল আনন্দ র্যালিসহ নানা আয়োজন করা হবে।
শনিবার (১৯ নভেম্বর) বিকেলে ফেনী পাইলট হাই স্কুল মাঠ থেকে র্যালীটি শুরু হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওয়াপদা মাঠে গিয়ে শেষ হয়। এতে অসংখ্য আর্জেন্টাইন ভক্ত অনুরাগীরা অংশ নেন।
আরও পড়ুন: ‘এই প্রজন্ম আর্জেন্টিনার বিশ্বকাপ জয় দেখবে না’
আয়োজক কমিটির মূল উদ্যোক্তা ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, আর্জেন্টিনা তাঁর প্রিয় দল এবং মেসি প্রিয় খেলোয়াড়। প্রিয় দলকে ভালোবেসে তিনি ২০২২ ফুট দৈর্ঘ্যের এ পতাকাটি বানিয়ে আনন্দ র্যালীর আয়োজন করেছেন। এবার মেসির শেষ বিশ্বকাপ, তাই এটি খুব স্পেশাল। আর্জেন্টিনা এ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নানা আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
আর আর্জেন্টাইন ভক্ত মাইন উদ্দিন সুমন জানান, র্যালীতে অংশগ্রহণকারীরা সবাই মেসি ও আর্জেন্টিনার ভক্ত। তাই এ র্যালীতে অংশগ্রহণ করেছেন। তিনি আরও জানান, ফেনীর প্রায় ৭০ ভাগ মানুষ আর্জেন্টিনার সমর্থক। তাদের আশা, এ বিশ্বকাপ আর্জেন্টিনার ঘরেই উঠবে।