ভারতের বিপক্ষে টস জিতে বোলিংয়ে ইংল্যান্ড
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১০ নভেম্বর ২০২২, ০১:১৩ PM , আপডেট: ১০ নভেম্বর ২০২২, ০১:৫১ PM
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের টিকিট পেতে আজ দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। ভারতের বিপক্ষে টস জিতে বোলিংয়ে ইংল্যান্ড।
ভারত-ইংল্যান্ড দ্বৈরথে: ভারত ও ইংল্যান্ড টি-টোয়েন্টি আন্তর্জাতিকে পরস্পরের মুখোমুখি হয়েছে ২২টি ম্যাচে। তার মধ্যে ভারত জিতেছে ১২টিতে, ইংল্যান্ড ১০টি ম্যাচ জিতেছে। দুই দলের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল গত জুলাই মাসে। ইংল্যান্ড দেশের মাটিতে ভারতের কাছে ১-২ ব্যবধানে পরাস্ত হয়েছিল। ৭ জুলাই সাউদাম্পটনে ভারত ৫০ রানে এবং ৯ জুলাই বার্মিংহ্যামে ভারত ৪৯ রানে হারিয়েছিল ইংল্যান্ডকে। নিয়মরক্ষার শেষ ম্যাচে ইংল্যান্ড নটিংহ্যামে ভারতকে হারিয়েছিল ১৭ রানে।
অন্যদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩টি ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। এর মধ্যে ভারত জিতেছে ২টিতে আর ইংল্যান্ড জিতেছে ১টিতে। ভারতের সর্বোচ্চ স্কোর হল ২১৮ রান এবং ইংল্যান্ডের সর্বোচ্চ স্কোর হল ২০০ রান। ভারতের সর্বনিম্ন স্কোর ১৫০ এবং ইংল্যান্ডের সর্বনিম্ন করা স্কোর ৮০ রান। জয়ে বিশ্বকাপেও এগিয়ে ভারত।
অ্যাডিলেডে স্কয়ার বাউন্ডারি ছোট। তবে স্ট্রেইট বাউন্ডারি অনেক বড়। এখানেই বাংলাদেশকে বৃষ্টি আইনে হারিয়েছে ভারত। তবে চলতি আসরে ইংল্যান্ড প্রথম খেলতে নামবে এ মাঠে। আগে ব্যাট করে গড় সংগ্রহ ১৫৭।
আরও পড়ুন: ১৯৯২ সালে পুনরাবৃত্তি হলে কপাল পুড়বে ভারতের
সেমিফাইনালে ইংল্যান্ডের জন্য বড় হুমকি সুর্যকুমার যাদভ ও বিরাট কোহলি। একাই পার্থক্য গড়ে দিতে পারেন সূর্য। ভারতের মিডলঅর্ডারে এ তারকা ব্যাটার যেমন খেলছেন এখন, তার ধারে-কাছে পৌঁছনো মুশকিল লিয়াম লিভিংস্টোনদের পক্ষে। তাই ব্রিটিশ বোলাররা সূর্যকুমারকে নিয়ে আলাদা করে দুশ্চিন্তায় থাকতে বাধ্য। ইংল্যান্ড দলেও সেরা কয়েকজন খেলোয়াড় রয়েছেন। তারা সবাই ম্যাচ জয়ের ক্ষমতা রাখেন। ফলে দারুন এক লড়াইয়ের অপেক্ষায় ভক্তরা। বেলা ২টায় খেলাটি শুরু হবে।
ভারতের সম্ভাব্য একাদশ:
রোহিত শর্মা, কে এল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া,, অক্ষর প্যাটেল, ঋষভ পান্ত, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, আরশদীপ সিং, মোহাম্মদ সামি।
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ:
জস বাটলার, অ্যালেক্স হেলস, ফিলিপ সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কুরান, ক্রিস জর্ডান, ক্রিস ওকস, আদিল রশিদ।