১৯৯২ সালে পুনরাবৃত্তি হলে কপাল পুড়বে ভারতের
১৯৯২ সালে মেলবোর্নে ফাইনাল হয়েছিল পাকিস্তান এবং ইংল্যান্ডের মধ্যে। ইংল্যান্ডকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন ইমরান খানরা। এই বছর পাকিস্তান ফাইনালে উঠে গিয়েছে নিউজিল্যান্ডকে হারিয়ে। আজ দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড। যদি ১৯৯২ সালের ওডিআই ফাইনালের পুনরাবৃত্তি হয়, তবে সেমিতে জিততে হবে ইংল্যান্ডকে। তবে কপাল পুড়বে ভারতের।
৩০ বছর পর অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফের এক বার বিশ্বকাপের ফাইনাল খেলবে পাকিস্তান। সে বার ইমরান খানের নেতৃত্বে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। এবার বাবর আজমের নেতৃত্বে ইতিহাস তৈরির দোড়গোড়ায় দাঁড়িয়ে পাকিস্তান।
আরও পড়ুন: বড় সব তারকা নিয়ে ফ্রান্সের দল ঘোষণা
ফাইনালের টিকিট পেতে আজ দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। যদি ১৯৯২ সালের ফাইনালের পুনরাবৃত্তি হতে হয়, তবে ভারত নয়, সেমিতে জিততে হবে ইংল্যান্ডকে। সে ক্ষেত্রে ভারত ছিটকে যাবে। এই অঘটন নিশ্চয়ই চাইবেন না টিম ইন্ডিয়ার ভক্তরা। তাঁরা চাইছেন, ইতিহাস পুরোটাই বদলে যাক। হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচের হাত ধরেই হোক এ বারের বিশ্বকাপের ফাইনাল।
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনায় ঠাসা। চলতি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত সেই ম্যাচটি রেকর্ড ১ কোটি ৮০ লাখেরও বেশি দর্শক দেখেছেন। শ্বাসরুদ্ধকর সেই ম্যাচে শেষ বলে হেরে যায় পাকিস্তান।
সেমিফাইনালে পাকিস্তান ছিল দুরন্ত ছন্দে। তাদের ওপেনিং জুটি বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান ১০৫ রানের পার্টনারশিপ করেছেন। ২ তারকাই হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন। বাবর-রিজওয়ান সঠিক সময়ে চেনা ছন্দে ফিরেছেন। শাহিন আফ্রিদিও নিজের ছন্দ ফিরে পাচ্ছেন। এমনিতেই পাকিস্তান বোলিং বিভাগ বিধ্বংসী। তার উপর আফ্রিদি ছন্দ ফিরে পাওয়ায়, সেটা যে আরও ভয়ানক হয়ে উঠেছে। তাই ফাইনালে পাকিস্তানকে হেলাফেলা করলেই বিপদ।
সূত্র: হিন্দুস্তান টাইমস