আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বিরাট কোহলি
মাত্র চারটি টি-টুয়েন্টি ম্যাচ খেলে প্রথমবারের মতো আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কার পেলেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। তার আগে ঋষভ পন্ত, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার ও শ্রেয়াস আইয়ার এ পুরস্কার পান। খবর টাইমস অফ ইন্ডিয়া।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, মাত্র ৪টি আন্তর্জাতিক টি-টুয়েন্টি ইনিংস খেলে অক্টোবরের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতে নিলেন বিরাট। এক্ষেত্রে তিনি পিছনে ফেললেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার ও জিম্বাবোয়ের সিকন্দর রাজাকে।
অক্টোবরে কোহলি মোট ৪টি আন্তর্জাতিক টি-টুয়েন্টি ইনিংসে ব্যাট করতে নামেন। গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বি-পাক্ষিক সিরিজের ম্যাচে ২৮ বলে অপরাজিত ৪৯ রান করেন তিনি। পরে টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানো ৮২ এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে অপরাজিত ৬২ রানের অনবদ্য দু'টি ইনিংস খেলেন কোহলি।
আরও পড়ুন: ফারদিনের মৃত্যু হত্যা না আত্মহত্যা? বন্ধু-বান্ধবীকে জিজ্ঞাসাবাদ পুলিশের।
শুধুমাত্র বিশ্বকাপের গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১২ রানে আউট হন বিরাট। সব মিলিয়ে অক্টোবরের ৪টি ইনিংসে ২০৫ রান সংগ্রহ করেন কোহলি। তার স্ট্রাইক-রেট ১৫০.৭৩।
উল্লেখ্যে, আইসিসি এই পুরস্কার চালু করার পরে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে এ খেতাব জেতেন রিশভ পন্ত। মেয়েদের বিভাগে এখন পর্যন্ত একমাত্র ভারতীয় হিসেবে হরমনপ্রীত কউর প্লেয়ার অফ দ্য মনথের খেতাব হাতে তুলেছেন।