০৬ নভেম্বর ২০২২, ০৯:৩১

অঘোষিত কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ-পাকিস্তান, জিতলেই সেমিতে

সাকিব আল হাসান ও বাবর আজম  © সংগৃহীত

অ্যাডিলেড ওভালে ইতিহাস গড়ার মধ্য দিয়ে বাংলাদেশ-পাকিস্তানের সেমির আশা জাগিয়ে রাখলো ডাচরা। আজ বাংলাদেশ সময় সকাল ১০টায় মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। যে জিতবে সেই ভারতের সাথে সেমিফাইনাল খেলবে।

গ্রুপ পর্বে সমান সংখ্যক ম্যাচ খেলে দুইদলেরই পয়েন্ট ৪। সুতরাং নিজেদের শেষ ম্যাচে যারা জিতবে তারাই উঠে যাবে এবারের বিশ্বকাপের সেমিফাইনালে। নিজেদের সেমিফাইনালের দৌড়ে এগিয়ে রাখতে পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জয় নিশ্চিত করতে হবে বাংলাদেশকে।

সমান ৪ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের তিনে পাকিস্তান ও পাঁচে বাংলাদেশ। তবে বাংলাদেশের বিপক্ষে হারলেই বিশ্বকাপ থেকে বিদায় নেবে পাকিস্তান। পাকিস্তানকে হারলেই ৬ পয়েন্ট হবে বাংলাদেশের। বর্তমানে গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ভারত। 

আরও পড়ুন: শাবিপ্রবির কোটার মেধাতালিকা প্রকাশ।

গ্রুপ পর্বে ভারত ও জিম্বাবুয়ের কাছে হেরে যায় পাকিস্তান। কিন্তু সাউথ আফ্রিকা আর নেদারল্যান্ডসের কাছে জয়লাভ করায় সেমির লড়াইয়ে টিকে থাকে। অপরদিকে গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকা আর ভারতের সাথে হারের মুখ দেখ বাংলাদেশ। তবে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রত্যাশিত জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশ বনাম পাকিস্তানের টি টুয়েন্টি ম্যাচে পাকিস্তানের পাল্লা ভারি। মোট ১৮টি ম্যাচে বাংলাদেশের ঝুলিতে আছে মাত্র দুই ম্যাচ। 

তবে এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে টাইগারদের প্রদর্শনি ছিলো দুর্দান্ত। তাই আজকের ম্যাচে কোন অঘটন আশা করা যেতেই পারে।