বড় পর্দায় টাইগারদের বিজয় দেখালো ইস্ট ওয়েস্ট শিক্ষার্থীরা

 টাইগারদের বিজয় দেখালো ইস্ট ওয়েস্ট শিক্ষার্থীরা
টাইগারদের বিজয় দেখালো ইস্ট ওয়েস্ট শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

খেলা মানেই আনন্দ, খেলা মানেই উল্লাস। আর সে খেলা যদি হয় প্রিয় বাংলাদেশের এবং অর্জিত হয় বিজয় তাহলে মেতে উঠে পুরো দেশ। টাইগারদের খেলা যেখানেই হোক আনন্দের কমতি থাকেনা দর্শকদের মাঝে ৷ বাংলাদেশের খেলা দেখার আনন্দ উপভোগ করতে এবার বড় পর্দায় টাইগারদের বিজয় দেখলো রাজধানীর আফতাবনগরে অবস্থিত বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা৷ 

রবিবার (৩০ অক্টোবর) জা এন জি আইসক্রিমের এর সহযোগিতায় বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচটি বড় পর্দায় সরাসরি দেখানোর আয়োজন করেছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব৷ 

বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের ম্যাচটি সকাল ৯ টায় হলেও এর আগে থেকেই ক্যাম্পাসে আসতে শুরু করে শিক্ষার্থীরা৷ প্রিয় ক্যাম্পাসে নিজ দেশের ক্রিকেট খেলা সকলে মিলে একসঙ্গে দেখতে বেলা বাড়ার সাথে সাথে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। 

নাজমুল হোসেন শান্তের দুর্দান্ত পারফরম্যান্সে ব্যাট হাতে যখন বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১৫০ রান ঠিক তখনই উল্লাসে মেতে উঠে শিক্ষার্থীরা। মধ্য বিরতি শেষে বল হাতে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের জোড়া আগাত শুরু হলে আনন্দের পরিমাপ বাড়তে থাকে। শেষ মুহূর্তের চিন্তা শেষে ৩ রানে বাংলাদেশের জয়ে শিক্ষার্থীদের আনন্দের পূর্নতা পায় ৷ বিজয়ের হাসিতে বাংলাদেশ - বাংলাদেশ বলে আনন্দ উল্লাস করে শিক্ষার্থীরা। 

আয়োজন সম্পর্কে জানতে চাইলে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট মো: হাসান কবির ইয়াসিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদেরকে শিক্ষার্থীরা অনেক অনুরোধ করতেছিল ক্যাম্পাসে খেলা দেখানোর ব্যবস্থা করার জন্য। আমরা জানি আমাদের সমসাময়িক কিছু বিশ্ববিদ্যালয়ে আছে যেগুলোতে এই ব্যবস্থাটা রয়েছে, কিন্তু আমাদের স্টুডেন্টরা এই সুবিধাটা পাচ্ছিল না। তার ই ধারাবাহিকতায় আমাদের এ আয়োজন।

আরও পড়ুন: শেষ বলে নাটকীয়তা ৩ রানে জিতলো বাংলাদেশ

এ সময় তিনি আরো বলেন, বড় পর্দায় আগামী তিন দিন টি-২০ বিশ্বকাপের সকল খেলা দেখানো হবে। আমাদের স্টুডেন্টদের স্পোর্টস এর প্রতি আরো বেশি ইন্টারেস্টেড করে তুলার  জন্য এবং স্পোর্টসের প্রতি ফোকাস ফিরিয়ে আনার জন্য আমাদের এ আয়োজন।

প্রিয় ক্যাম্পাসে নিজ দেশের বিজয় দেখে আনন্দের কমতি ছিল না শিক্ষার্থীদের মাঝে৷ বাংলাদেশের বিজয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, আজকে আমাদের খুবই আনন্দের দিন, ক্যাম্পাসে এসে সবাই মিলে বড় পর্দায় খেলা ও বাংলাদেশের বিজয় উদযাপন করলাম যেটা খুবই আনন্দদায়ক। আমরা আশা করবো যেন ভবিষ্যতে স্পোর্টস ক্লাব ও বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খেলা দেখানোর ব্যবস্থা করা হয়৷ 


সর্বশেষ সংবাদ