সিডনির ড্রেসিং রুম ব্যবহার করতে দেয়নি বাংলাদেশকে
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ১০৪ রানের রেকর্ড ব্যবধানে হারের পর বাংলাদেশ দলের কাছ থেকে অভিযোগ এসেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে আজ বাংলাদেশ দলকে নাকি এসসিজি আসল ড্রেসিংরুমটা দেওয়া হয়নি!
ম্যাচ শেষে ড্রেসিংরুমের পার্কিংয়ে অনেকটা সময় অপেক্ষা করতে হলো বাংলাদেশ দলকে। খেলা শেষ, কিন্তু টিম বাস যে তখনো সেখানে এসে পৌঁছায়নি ক্রিকেটারদের হোটেলে নিতে! ওদিকে ভারত–নেদারল্যান্ডস পরের ম্যাচও ততক্ষণে শুরু হয়ে গেছে। বাংলাদেশ দলকে তাই যত দ্রুত সম্ভব মাঠ ছাড়তে হচ্ছিল।
একে ১০৪ রানের রেকর্ড ব্যবধানে হার, তার ওপর টিম বাস আসছে না। খেলোয়াড়–কর্মকর্তাদের বিরক্তিটা বুঝে নিতে অসুবিধা হচ্ছিল না। এর মধ্যেই দলের ভিড় থেকে আরেক অভিযোগ ভেসে এলো।
আরও পড়ুন: রুশোর রানও করতে পারেনি বাংলাদেশ
দলের এক কর্মকর্তা বলছিলেন, ‘আমাদের ক্রিকেটের মূল ড্রেসিংরুম ব্যবহার করতে দেওয়া হয়নি। দেওয়া হয়েছে রাগবির (এ মাঠে রাগবি, ফুটিও খেলা হয়) ড্রেসিংরুম, যেখান থেকে খেলাটা দেখাই যায় না। খেলা দেখতে হয়েছে ডাগআউটে বসে।’
আসলে এসসিজি আজ মূলত ভারতের জন্যই অপেক্ষা করছিল। টি–টোয়েন্টি বিশ্বকাপের আজকের দিনের জন্য সিডনির সব টিকিট বিক্রি হয়ে গেছে, এমন শোনা গিয়েছিল আগে থেকেই। তবে সেসব টিকিট যে মূলত অস্ট্রেলিয়াপ্রবাসী ভারতীয়রাই কিনেছেন, তা বোঝা গেল ভারত–নেদারল্যান্ডস দিনের দ্বিতীয় ম্যাচে।
৪৮ হাজার আসনের গ্যালারি একেবারে কানায় কানায় পূর্ণ। টিকিট না পেয়ে স্টেডিয়ামের বাইরেও অনেককে অপেক্ষায় থাকতে দেখা গেছে। অথচ সিডনিতে প্রায় ৬০ হাজার প্রবাসী বাংলাদেশি থাকলেও বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা প্রথম ম্যাচে গ্যালারিতে হাজার দশেকের বেশি দর্শক হয়েছে বলে মনে হয় না।