দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে টাইগাররা
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম ম্যাচে সোমবার হোবার্টে নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনটা জয় দিয়ে শুরু করেছে টাইগাররা। নিজেদের দ্বিতীয় ম্যাচে বিপক্ষে আফ্রিকার মুখোমুখি টাইগাররা। সেমির দৌড়ে টিকে থাকতে সামনের ম্যাচে প্রোটিয়াদের জয়টা চাই। বিপরীতে একই ধাপে যাওয়ার পথটা সহজ করতে বাংলাদেশকে পেরোতে হবে প্রোটিয়া বাধা। প্রোটিয়ানদের বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে টাইগাররা।
দক্ষিণ আফ্রিকাকে আটকাতে এই ম্যাচে এক বদল নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। দলে ফেরানো হয়েছে অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। এই ক্রিকেটারকে দলে জায়গা করে নিতে বাদ দেওয়া হয়েছে ইয়াসির আলী চৌধুরী রাব্বীকে।
দলে এক পরিবর্তন এনেছে দক্ষিণ আফ্রিকা শিবিরও। পেসার লুঙ্গি এনগিডির বদলে দলে টেনেছে চায়নাম্যান তাবরেইজ শামসি।
এবারের বিশ্বকাপের গ্রুপ ২-এ বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে হারিয়েছে নেদারল্যান্ডসকে। যার ফলে বর্তমানে ২ পয়েন্ট নিয়ে অবস্থান করছে গ্রুপের শীর্ষে। দক্ষিণ আফ্রিকা একই দিনে পুড়েছে আশাভঙ্গের বেদনায়। জিম্বাবুয়ের বিপক্ষে যখন দলটি জয় থেকে ১৩ রান দূরে, তখনই বৃষ্টির বাগড়ায় বন্ধ হয়ে যায় খেলা। ম্যাচটা হয় পরিত্যক্ত, ১টি করে পয়েন্ট যায় দুই দলের খাতায়!
আরও পড়ুন: বৃষ্টি আইনে ইংল্যান্ডকে ৫ রানে হারাল আয়ারল্যান্ড
বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন।
দক্ষিণ আফ্রিকা একাদশ: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রাইলি রুশো, অ্যাইডেন মার্করাম, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, ওয়েইন পারনেল, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নরকিয়ে, তাবরেইজ শামসি।