ডাচদের বোলিং তোপে এলোমেলো বাংলাদেশ
বিশ্বকাপের প্রথম ম্যাচে সূচনা ভালো হলেও পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ছন্দ হারিয়ে ফেলেছে বাংলাদেশ। ওপেনিং জুটি প্রথম ৫ ওভারে ৪৩ রান তুলে নিলেও শেষ খবর পাওয়া পর্যন্ত ৭৬ রানে ৫ উইকেট হারিয়েছে টাইগাররা।
৬ষ্ঠ ও ৭ম তথা পরপর দুই ওভারে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। সৌম্য সরকারের পর ফিরে যান নাজমুল হোসেন শান্ত।
পাওয়ার প্লের শেষ ওভারে মেকেরেনের শর্ট বলে পুল করে টাইমিং করতে পারেননি সৌম্য। মিডউইকেটে সহজ ক্যাচ নেন বাস ডে লেডে। ১৪ বলে ১৪ রান করে ভ্যান মেকারেনের বলে আউট হয়ে সাজঘরে ফিরেছেন ওপেনার সৌম্য।
আরও পড়ুন: ৬০ হাজার টাকা বেতনে ম্যানেজমেন্ট ট্রেইনি নেবে বিআইএফএফএল।
৬ষ্ঠ ওভারের প্রথম বলে ওপেনার সৌম্য সরকার ফিরলে খুব দ্রুতই গোটা পরিস্থিতিই উল্টে গেছে। বাঁহাতি স্পিনার টিম প্রিঙ্গলকে সুইপ করে ছক্কায় ওড়াতে গিয়ে ক্যাচ ওঠে যায় মিডউইকেটে। শান্তর ব্যাট থেকে এসেছে ৪ বাউন্ডারিতে ২০ বলে ২৫ রান।
১০ম ওভারের প্রথম বলেই ছক্কার আশায় উড়িয়ে মারেন সাকিব। বাউন্ডারি লাইনে দুর্দান্ত ক্যাচ ধরেন শারিজ আহমেদ। এরপর ব্যাট হাতে নেমে ব্যর্থ লিটন দাস। বাংলাদেশের হাল ধরতে পারলেন না তিনি।
দলে ফেরা লোগান ফন বিকের শর্ট অব লেংথ বল ঠিক মতো খেলতে পারেননি লিটন। ১১ বলে ৯ রান করে বিদায় নেন লিটন। এরপর ছক্কার আশায় উড়িয়ে মেরে দলকে আরও বিপদে ফেলে ফিরলেন অধিনায়কও।
অধিনায়ক আউট হওয়ার বৃষ্টি বাধা হয়ে দাঁড়ালেও তা বেশিক্ষণ থাকেনি। বৃষ্টি থামতেই ক্রিজে নামেন দুই নতুন বাটার ইয়াসির ও আফিফ। তবে বেশিক্ষণ ক্রিজে পা জমাতে পারেনি ইয়াসির। বৃষ্টি শেষ হওয়ার ৯ বল পর, ১১তম ওভারের শেষ বলেই বোল্ড হয়ে গেলেন ইয়াসির আলী রাব্বি। পল ফন মিকেরেনের ইয়র্কার লেন্থের বলটিকে ঠেকানোর সাধ্যই ছিল না যেন ইয়াসিরের।
রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৩.২ ওভারে ৫ উইকেটে ৮৬ রান।