২৩ অক্টোবর ২০২২, ০৯:৪২

বিশ্বকাপে আজ ভারত-পাকিস্তান মহারণ, আলোচনায় পিচ

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ভিন্নধর্মী ড্রপ ইন উইকেটে  © সংগৃহীত

টি-২০ বিশ্বকাপ ক্রিকেটে আজ মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। এবারের বিশ্বকাপের সবচেয়ে রোমাঞ্চকর লড়াইয়ে আজ মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এর সঙ্গে আজ আলোচনায় থাকছে ড্রপ-ইন উইকেট। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভিন্নধর্মী এই উইকেটে মুখোমুখি হবে দুই দল। 

এমসিজির উইকেট দু’দলের কাছেই থাকছে অজানা। ম্যাচের আগে দেখার সুযোগ নেই কারোরই। ড্রপ-ইন উইকেট বসানোর উদ্দেশ্য ক্রিকেট ছাড়াও অন্যান্য ইভেন্ট আয়োজনের। মেলবোর্ন, অ্যাডিলেড ও পার্থের মাঠে ফুটবলসহ কয়েক ধরনের ইভেন্ট করা হয়।

এ জন্য সেখানে ব্যবহার হয় ড্রপ-ইন পিচ। এই পিচের সুবিধা, নিজেদের পছন্দমতো উইকেট তৈরি করা যায়, সহজেই পরিবর্তনও করা যায়। ড্রপ-ইন উইকেটের একপ্রান্তের দৈর্ঘ্য ২৪ মিটার, প্রস্থ ৩ মিটার। এর গভীরতা থাকে ২০ সেন্টিমিটার। নিচের লেয়ারে কালো মাটি আর ওপরে সবুজ ঘাসের চাদর। বাইরে থেকে পছন্দসই উইকেট বানিয়ে বসানো হয় সিমেন্টের স্ল্যাবে।

আরো পড়ুন: বাংলাদেশের এগারো জনের বিশ্বকাপ দলে এগারো সমস্যা

অনেকের মতে, এই ড্রপ-ইন উইকেট ফ্ল্যাট। তুলনামূলকভাবে ব্যাটাররাই সুবিধা পেয়ে থাকেন। এমনিতে উইকেট তৈরি করতে ২ মাস লাগলেও ড্রপ-ইন তৈরিতে লাগে সাতদিন।

অস্ট্রেলিয়ার উইকেট মানেই বাউন্সি আর স্পোর্টিং হবে, সেটা অনুমেয়। অবশ্য ম্যাচের দিন বৃষ্টি বাগড়া দিলে আচরণ ভিন্ন হবে উইকেটের। তখন দেখা যাবে পেসারদের দাপট। ড্রপ-ইন উইকেটে ভারত নাকি পাকিস্তান? কে সফল হবে।