১৭ অক্টোবর ২০২২, ১৪:০৮

বিশ্বকাপে দ্বিতীয় অঘটন: ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে স্কটল্যান্ডের শুভ সূচনা

স্কটল্যান্ড  © সংগৃহীত

হোবার্টের বেলেরিভ ওভালে প্রথম রাউন্ডের ‘বি’ গ্রুপের খেলায় টস জিতে স্কটল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ৫ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৬০ রান। জবাবে ব্যাট হাতে দিশেহারা টিম ওয়েস্ট ইন্ডিজ। ৪২ রানের  দুর্দান্ত জয় তুলে নিয়েছে স্কটল্যান্ড।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের আজকের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৬১ রানের টার্গেট দিয়েছে স্কটল্যান্ড।  টস হেরে প্রথমে ব্যাট করে স্কটিশরা। নির্ধারিত ২০ ওভারে স্কটল্যান্ড ৫ উইকেট হারিয়ে করে ১৬০ রান।

ম্যাচের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজ বোলারদের ওপর চড়াও হয় স্কটল্যান্ডের দুই ওপেনার। পাওয়ার প্লের নির্ধারিত ৬ ওভারে ওপেনিং জুটিতে ৫৪ রান করেন জর্জ মানসি ও মাইকেল জোনস।

বৃষ্টি বিরতির পর মাঠে নেমে ৫৫ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর কমে যায় রানের গতি। তবে মানসি একপ্রান্ত সামলে এগিয়ে নিতে থাকেন দলকে। ৪৩ বলে পেয়ে যান ক্যারিয়োরের অষ্টম হাফ সেঞ্চুরি। ৬৬ রানে অপরাজিত ছিলেন তিনি। উইন্ডিজের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন আলজারি জোসেফ ও জেসন হোল্ডার।

আরও পড়ুন: করোনা পজিটিভ হলেও খেলা যাবে টি-টুয়েন্টি বিশ্বকাপ

এর আগে টস জিতে স্কটল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান।