১৫ অক্টোবর ২০২২, ১৪:২৭

টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন দল পাবে ৫.৬ মিলিয়ন ডলার, রানার আপ ৮ লাখ

ট্রফি  © সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। রোববার (১৬ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে মাঠে গড়াবে অষ্টম আসর। প্রথমে হবে গ্রুপ পর্বের খেলা। আগামীকাল ১৬ অক্টোবর জিলংয়ে শ্রীলঙ্কা-নামিবিয়া ম্যাচ দিয়ে শুরু হবে অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ। তারপর ২২ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপের মূল আকর্ষণ সুপার টুয়েলভের খেলা। 

বাংলাদেশের প্রতিপক্ষ কারা?

এবার বাংলাদেশ সরাসরি খেলছে বিশ্বকাপের সুপার ১২ এ। সেখানে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা আছে আগে থেকেই। আর থাকবে গ্রুপ এ এর রানার আ ও গ্রুপ বি এর জয়ী দল।

ফরম্যাট কেমন? 

১৬ অক্টোবর থেকে শুরু হবে প্রথম রাউন্ড। সেখানে চারটি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতি গ্রুপ থেকে দুইটি করে দল দেবে সুপার ১২ এ। সেখানে আগে থেকেই আছে আটটি দল। প্রথম রাউন্ডে গ্রুপ এ তে আছে নামিবিয়া, নেদারল্যান্ডস, শ্রীলংকা ও আরব আমিরাত। গ্রুপ বি তে আছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। 

আগে থেকেই সুপার এইট নিশ্চিত হয়েছে আটটি দলের। সেখানে গ্রুপ ১ এ আছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। আর গ্রুপ ২ তে আছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। এই দুই গ্রুপে প্রথম রাউন্ড থেকে আসবে চারটি দল। গ্রুপ ১ ও ২ এর ছয়টি দল  রাউন্ড রবিন লিগে একটি করে ম্যাচ খেলবে নিজেদের মধ্যে। দুই গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনাল। সেখান থেকে ফাইনাল। 

আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেরা জার্সি বাংলাদেশের, প্রথম কারা

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তিত স্কোয়াড

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, ইয়াসির আলি চৌধুরী, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, নাজমুল হোসেন শান্ত ও হাসান মাহমুদ।

প্রাইজমানি

এবারের প্রাইজমানির মোট অংক ৫.৬ মিলিয়ন ইউএস ডলার, যা আগের আসরের মতোই। অংশগ্রহণকারী সব দল পাবে কিছু না কিছু। জয়ী দল পাবে ১.৬ মিলিয়ন, রানার আপ পাবে ৮ লাখ ডলার। আর দুই পরাজিত সেমিফাইনালিস্ট পাবে ৪ লাখ ডলার করে। সুপার ১২ থেকে বিদায় নিলে পাবে ৭০ হাজার ডলার। আর সুপার ১২ এ প্রতিটি ম্যাচ জেতার জন্য পাবে ৪০ হাজার ডলার করে। প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়া দল পাবে ৪০ হাজার ডলার করে। আর প্রথম রাউন্ড থেকে প্রতিটি ম্যাচ জেতার জন্য পাবে ৪০ হাজার ডলার।

অস্ট্রেলিয়ার সাত ভেন্যুতে হবে এবারের ম্যাচ- সিডনি, মেলবোর্ন, পার্থ, হোবার্ট, ব্রিসবেন, অ্যাডিলেইড ও গিলং। সেমিফাইনাল হবে সিডনি ও অ্যাডিলেডে। ফাইনাল হবে মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়াম এমসিজিতে।