টি-টোয়েন্টি বিশ্বকাপের খুটিনাটি
আগামীকাল রবিবার (১৬ অক্টোবর) থেকে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা। শুরু হবে বিশ্বকাপের জমজমাট আসর। শুরুতে ৮ দল নিয়ে প্রথম রাউন্ড। এই ৮ দল থেকে মোট চারটি দল উঠবে দ্বিতীয় রাউন্ডে। দ্বিতীয় রাউন্ড তথা মূল পর্ব শুরু হবে ২২ অক্টোবর থেকে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও নামিবিয়া। ১৩ নভেম্বর মেলবোর্নে ফাইনালের মধ্য দিয়ে আসরের পর্দা নামবে।
টুর্নামেন্টে ১৬টি দল অস্ট্রেলিয়ার ৭টি শহরে ৪৫টি ম্যাচ খেলবে। ৮টি দল সরাসরি সুপার টুয়েলভে খেলবে। বাকি ৮ দল দুই গ্রুপে ভাগ হয়ে প্রথম রাউন্ড খেলবে। প্রতি গ্রুপের সেরা দুটি দল সুপার টুয়েলভে জায়গা পাবে।
প্রথম রাউন্ডে খেলবে শ্রীলংকা, নামিবিয়া, সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে।
র্যাংকিংয়ে এগিয়ে থাকায় আগেই সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও বাংলাদেশ।
২২ অক্টোবর সিডনিতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচের মধ্য দিয়ে সুপার টুয়েলভ শুরু হবে।
পরিত্যক্ত হলে
টুর্নামেন্টে কোনো ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলে বিকল্প কোনো ব্যবস্থা নেই। ন্যূনতম ৫ ওভারের ম্যাচ আয়োজনের চেষ্টা করা হবে। তা না করা গেলে ম্যাচ পরিত্যক্ত। তবে সেমিফাইনাল এবং ফাইনালের জন্য এক দিন করে রিজার্ভ ডে আছে। নির্ধারিত দিনে বৃষ্টির কারণে খেলা শেষ না করতে পারলে পরের দিন খেলা হবে।
ফেভারিট
স্বাগতিক অস্ট্রেলিয়াই এবারের বিশ্বকাপের ফেভারিট। তারা গত আসরে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতে নেয়। তবে অস্ট্রেলিয়াই একমাত্র নয়, ফেভারিটের তালিকায় থাকছে ইংল্যান্ড, ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। বিশ্বকাপে অঘটন ঘটাতে পারে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। আফগানরা সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে।
আরও পড়ুন: বাবরকে ঘিরে অধিনায়কের উল্লাস, কাটলেন কেক
প্রাইজমানি কেমন এবার?
এবারের প্রাইজমানির মোট অংক ৫.৬ মিলিয়ন ইউএস ডলার, যা আগের আসরের মতোই। অংশগ্রহণকারী সব দল পাবে কিছু না কিছু। জয়ী দল পাবে ১.৬ মিলিয়ন, রানার আপ পাবে ৮ লাখ ডলার। আর দুই পরাজিত সেমিফাইনালিস্ট পাবে ৪ লাখ ডলার করে। সুপার ১২ থেকে বিদায় নিলে পাবে ৭০ হাজার ডলার। আর সুপার ১২ এ প্রতিটি ম্যাচ জেতার জন্য পাবে ৪০ হাজার ডলার করে। প্রথম রাউন্ড থী বিদায় নেওয়া দল পাবে ৪০ হাজার ডলার করে। আর প্রথম রাউন্ড থেকে প্রতিটি ম্যাচ জেতার জন্য পাবে ৪০ হাজার ডলার।
যে চ্যানেলে খেলা দেখা যাবে
বাংলাদেশে খেলা দেখাবে জিটিভি। এ ছাড়া র্যাবিটহোল অ্যাপেও দেখা যাবে। বিদেশি চ্যানেলের মধ্যে পিটিভি এবং ভারতের স্টার নেটওয়ার্কের চ্যানেলগুলোতে ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে।
পয়েন্ট পদ্ধতি কেমন
প্রতি ম্যাচ জেতার জন্য দুই পয়েন্ট। টাই, নো রেজাল্ট বা পরিত্যক্ত হলে ১ পয়েন্ট।
৬ অক্টোবর জিলংয়ে শ্রীলঙ্কা-নামিবিয়া ম্যাচ দিয়ে শুরু হবে অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২২ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে গত বিশ্বকাপের ফাইনালিস্ট অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে সুপার টুয়েলভ। অস্ট্রেলিয়া হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন। ২৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হবে ‘হাইভোল্টেজ’ ভারত-পাকিস্তান ম্যাচ। বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে ২৪ অক্টোবর। হোবার্টে সাকিবরা খেলবেন প্রথম রাউন্ড পেরিয়ে আসা দলের বিপক্ষে।