মেসি-দিবালার পর ডি মারিয়ার চোটে দুশ্চিন্তা বাড়ল আর্জেন্টিনার
কাতার বিশ্বকাপের আগে আর্জেন্টিনা বলতে গেলে শক্ত দলগুলোর একটিতেই পরিণত হয়েছে। এবারের আসরে শিরোপার দাবিদারও তারা। বিশ্বকাপের আগে চোট নিয়ে দুশ্চিন্তা বেড়েছে আর্জেন্টিনা দলে। কদিন আগে পেনাল্টি শট নিতে গিয়ে বাঁ পায়ের উরুর পেশিতে টান লাগে পাওলো দিবালার। এর মাঝে চোটে পড়ে পিএসজির হয়ে শেষ দুই ম্যাচ খেলতে পারেননি লিওনেল মেসিও। এবার চোটে পড়ে মাঠ ছেড়েছেন আর্জেন্টাইন উইঙ্গার আনহেল ডি মারিয়াও।
চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার (১১ অক্টোবর) ম্যাকাবি হাইফার বিপক্ষে ম্যাচে ডান পায়ে চোট পান মারিয়া। বিশ্বকাপের আগে পড়লেন ইনজুরিতে। ম্যাচের ২৪ মিনিটের সময় তাকে মাঠও ছাড়তে হয়।
কাতার বিশ্বকাপ শুরু হবে ২০ নভেম্বর। আর আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু তার দুই দিনের মাথায়। এরই মধ্যে মারিয়ার ইনজুরি চিন্তার ভাঁজ ফেলতে পারে আর্জেন্টিনা কোচের কপালে। যদিও এখনো জানা যায়নি তার ইনজুরি গুরুতর কি না। গ্রুপ পর্বে তারা খেলবে সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষে।
দি মারিয়া যখন চিন্তা বাড়াচ্ছেন, মার্শেইয়ের বিপক্ষে ম্যাচে মেসিকে পাওয়ার ব্যাপারে আশাবাদী পিএসজি। তবে দিবালার ব্যাপারে শঙ্কার কথা বলেছেন এএস রোমা কোচ জোসে মরিনিও।
আরও পড়ুন: স্ত্রীর মামলায় ক্রিকেটার আল-আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সেদিন ম্যাচ শেষে মরিনিও বলেছিলেন, ‘আমি চিকিৎসক নই। তবে আমার যে অভিজ্ঞতা আর দিবালার কাছে যা শুনেছি, মনে হচ্ছে এ বছর আর তাকে মাঠে দেখা যাবে না। পেনাল্টি শট নিতে গিয়ে উরুতে চোট পেয়েছেন পাওলো দিবালা। দলের অন্যতম সেরা ফরোয়ার্ড দিবালা। আর্জেন্টাইনদের হয়ে ফাইনালিসিমায় একটি গোলও পেয়েছিলেন তিনি।
বিশ্বকাপের আগে দারুণ ছন্দে থেকেই প্রস্তুতি নিয়েছে আর্জেন্টিনা। টানা ৩৫ ম্যাচ অপরাজিত থেকে নতুন এক রেকর্ডের পথেও ছুটছে তারা। তবে বিশ্বকাপ শুরুর আগে দলের তারকা খেলোয়াড়দের চোট নিশ্চিতভাবেই দুশ্চিন্তায় রাখবে কোচ লিওনেল স্কালোনিকে।