১০ অক্টোবর ২০২২, ০৯:৫৬

ক্লাব ফুটবলে ইতিহাস গড়লেন রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো  © সংগৃহীত

ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ক্লাব ফুটবলে ৭০০ গোলের কীর্তি গড়লেন রেকর্ড ক্রিস্টিয়ানো রোনালদো। রোববার (৯ অক্টোবর) রাতে অ্যান্থনি মার্টিয়ালের বদলি হয়ে মাঠে নেমেই ১৫মিনিটের মাথায় গোল করে এই মাইলফলক স্পর্শ করেছেন রোনালদো।

সময়টা বড্ড খারাপ যাচ্ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম একাদশে জায়গা হচ্ছিল না, বেঞ্চে বসে পার করছিলেন যন্ত্রণার সময়। এভারটনের বিপক্ষেও ছিলেন বেঞ্চে। মার্সিয়ালের চোটে তার জন্য সাপে বর হয়ে আসে। রোনালদোর গোলেই এভারটনের মাঠে গিয়ে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে ইউনাইটেড।

গত প্রিমিয়ার লিগে দলের হয়ে সর্বোচ্চ গোল করলেও এবার মাঠে নামারই সুযোগ মিলছিল না। আসরের প্রথম গোলটি পেতেও তাই দেরি হলো।

আরও পড়ুন: এসএসসি পাসে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে চাকরি, লাগবে না অভিজ্ঞতা। 

যার শুরুটা হয় স্পোর্টিং লিসবনের হয়ে; ক্লাবটির হয়ে ৩১ ম্যাচে পর্তুগিজ এই তারকা করেন পাঁচ গোল। রিয়াল মাদ্রিদের হয়ে ৪৩৮ ম্যাচে করেন ৪৫০ গোল। জুভেন্টাসের হয়ে ১৩৪ ম্যাচে করেন ১০১ গোল। বাকি গোলগুলো করেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। যার মধ্যে প্রথমবার ২৯৮ ম্যাচে ১১৮ গোল ও দ্বিতীয়বার ৪৮ ম্যাচে ২৬ গোল করেন।  

বিসিবি স্পোর্টসের তথ্য অনুযায়ী, ক্লাব ফুটবলে মোট ৯৪৫ ম্যাচ খেলে ৭০০তম গোল পেলেন রোনালদো। ৬৯১ গোল নিয়ে তার পরে আছেন আরেক মহাতারকা লিওনেল মেসি।