ভারতকে হারিয়ে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করলো দশম শ্রেণীর দুই ছাত্র
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০২ অক্টোবর ২০২২, ০৬:০১ PM , আপডেট: ০২ অক্টোবর ২০২২, ০৬:০১ PM
ভারতের আসামে অনুষ্ঠিত ব্যাডমিন্টন সাউথ এশিয়া'য় বালক (অনূর্ধ্ব-১৫) দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) এস এম সিফাত উল্লাহ ও মুস্তাকিম হোসেন জুটি স্বাগতিক ভারতের অভিনব গার্গ ও প্রতীক কুন্দিলিয়া জুটিকে হারিয়েছেন ২-১ সেট ব্যবধানে। এর আগে লাল-সবুজের এই জুটি নেপালকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। সিফাত চট্টগ্রামের, মুস্তাকিম দিনাজপুরের; দুজনেই দশম শ্রেণির ছাত্র।
এই টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও স্বাগতিক ভারত, মালদ্বীপ, ভুটান, নেপাল ও শ্রীলঙ্কা অংশ নিয়েছে। ফাইনালে জিততে বাংলাদেশকে শুধু ভারত নয়, হারাতে হয়েছে নেপাল ও ভুটানের শাটলারদেরও। সিলেট সীমান্ত দিয়ে দেশে ফেরার সময় ফোনে ‘ধরা হলো’ লাল-সবুজ দলের দুই শাটলারকে।
আরও পড়ুন: উপাচার্যদের সিদ্ধান্তহীনতায় আর্থিক ক্ষতিতে গুচ্ছের ভর্তিচ্ছুরা
তারা বলেন, ‘ভারত ব্যাডমিন্টনে অনেক এগিয়ে। ওরা সবাই জাতীয় দলে খেলে থাকে। দীর্ঘদিন ধরে অনুশীলনে আছে। বিদেশি কোচও আছে ওদের। আর আমরা তো সেভাবে কোনও সুবিধাদি পাই না। এমন পরিস্থিতিতেও ওদের আমরা হারিয়েছি। এটা আমাদের কাছে অনেক বড় অর্জন।’
এস এম সিফাত উল্লাহ ও মুস্তাকিম হোসেনের কাছে এখনও ভাবতে অবাক লাগছে। বিশ্বাসই যেন হতে চাইছে না! ভারতের আসামে ব্যাডমিন্টন সাউথ এশিয়ায় অনূর্ধ্ব-১৫ বিভাগে দ্বৈত ইভেন্টের শিরোপা জিতেছেন লাল-সবুজের দুই প্রতিনিধি। তাও আবার শক্তিশালী ভারতের দুই শাটলারকে হারিয়ে। তাই তাদের আনন্দ যে এখন বল্গাহীন। কিশোর বয়সে অনন্য কীর্তি গড়ার পথে এস এম সিফাত উল্লাহ ও মুস্তাকিম হোসেন ফাইনালে স্বাগতিকদের অভিনব গার্গ ও প্রতীক কুন্দিলিয়া জুটিকে হারিয়েছেন ২-১ সেট ব্যবধানে। আসামে এমন সাফল্য পেয়ে আনন্দে অভিভূত দুজনই। সিলেট সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন সুখস্মৃতি নিয়ে। এখানেই থেমে যেতে চাইছেন না দুজনের কেউই। তাদের চোখে এখন বড় স্বপ্ন।
এই টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও স্বাগতিক ভারত, মালদ্বীপ, ভুটান, নেপাল ও শ্রীলঙ্কা অংশ নিয়েছে। ফাইনালে জিততে বাংলাদেশকে শুধু ভারত নয়, হারাতে হয়েছে নেপাল ও ভুটানের শাটলারদেরও। সিলেট সীমান্ত দিয়ে দেশে ফেরার সময় ফোনে ‘ধরা হলো’ লাল-সবুজ দলের দুই শাটলারকে।
এদিকে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। অভিনন্দন বার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘ব্যাডমিন্টনসহ সব খেলার উন্নয়নে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়াম নির্মাণ করে দিয়েছেন। সম্প্রতি আমরা ২ কোটি টাকা ব্যয়ে ইনডোর স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়নের কাজ সমাপ্ত করেছি।