খেলোয়াড়রা ফল মানছেন না, তাই ট্রফি ভেঙে ফেলেন অতিথি ইউএনও
ফুটবল খেলায় ম্যাচ নিষ্পত্তি করতে ট্রফি ভেঙে ফেললেন বান্দরবানের আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুবা ইসলাম। যার একটি ভিডিও এতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে স্থানীয়দের মধ্যে। ঘটনার পর ইউএনওকে প্রত্যাহারের দাবি জানান আলীকদম উপজেলা চেয়ারম্যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৩ সেপ্টেম্বর) আলীকদম উপজেলার স্থানীয় দুটি ফুটবল টিমের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদমের ইউএনও মেহরুবা ইসলাম। তিনি খেলার সমাপনী বক্তব্যের সময় হঠাৎ ক্ষিপ্ত হয়ে উপস্থিত জনগণের সামনে ট্রফি ভেঙে ফেলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুবা ইসলাম জানান, পুরস্কার বিতরণের সময় একজন এসে বললেন ফলাফল তারা মানছেন না। এতে আমি অবার খেলার প্রস্তাব করলে তারা সেটিও প্রত্যাখ্যান করে। তিনি আরও বলেন, যতদিন ট্রফি থাকবে ততদিন একটা আক্রোশ থাকবে। তাই, আমি তাদের মেডেলগুলো নিয়ে যেতে বলি।
ইউএনও বলেন, সেগুলোও না নেওয়ার পরিস্থিতি তৈরি হলে, ওরাই বলছে ট্রফিটা ভেঙে ফেলা হোক। তাই ভেঙে ফেলা হয়েছে ট্রফিটা।
আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে স্নাতক করুন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে
আলীকদম উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম জানান, খেলায় অংশগ্রহণকারীরা অভিযোগ করেন ফলাফল নিয়ে। টাইব্রেকারে ত্রুটির অভিযোগে তারা পুনরায় খেলাতে চাই। ইউএনও তখন সমাপনী বক্তব্য দিচ্ছিলেন। ইউএনও নিজেই বক্তব্যের মাঝেই ট্রফিগুলো ভেঙে ফেলেন।
উপজেলা চেয়ারম্যান আবুল কালাম বলেন, আয়োজকরা চাঁদা তুলে কিনেছেন ট্রফিগুলো। তাদেরকে কোনো সহযোগিতা না করে উল্টো ট্রফি ভেঙে ফেলা উচিত হয়নি।