২২ সেপ্টেম্বর ২০২২, ১১:৫৩
দেশে ফিরে সাফজয়ীদের পুরস্কারের অর্থ দেবেন প্রধানমন্ত্রী
জাতিসংঘের অধিবেশন থেকে দেশে ফেরার পর বাংলাদেশ নারী ফুটবল দলের সকল খেলোয়াড়কে পুরস্কারের অর্থ প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে বিষয়টি জানা গেছে।
কার্যালয় সূত্রে জানা যায়, যেই খেলোয়াড়দের ঘরের প্রয়োজন, প্রধানমন্ত্রী তাদের ঘর দেবেন। এছাড়া অন্যান্য খেলোয়াড়দের অবস্থা খোঁজার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
গতকাল বুধবার বাংলাদেশ দলের গোলরক্ষক রূপনা চাকমার জন্য বাড়ি তৈরির নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন: সাফজয়ী নারী ফুটবলারদের ব্যাগ থেকে টাকা চুরি
এর আগে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশ ফুটবলকে এক ঝটকায় জাগিয়ে তুলেছেন দেশের নারী ফুটবলাররা।