সাবিনাকে বাউবির অভিনন্দন
সাফ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক সাবিনা খাতুনকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিবার। সাবিনা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। বাংলাদেশ দলের এ অধিনায়কের গুরুত্বপূর্ণ অবদান আছে মেয়েদের ফুটবলে শিরোপা অর্জনে।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আ ফ ম মেজবাহ উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন ও ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল শুভেচ্ছা ও অভিনন্দন জানান বাউবি পরিবারের পক্ষ থেকে।
বাউবির সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় স্টাডি সেন্টার থেকে ২০১২ সালে এসএসসি, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ স্টাডি সেন্টার থেকে ২০১৫ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে সাতক্ষীরা সরকারি কলেজ স্টাডি সেন্টারে স্নাতক প্রোগ্রামে অধ্যয়নরত অধিনায়ক সাবিনা।
আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে স্নাতক করুন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে
বিজ্ঞপ্তিতে বলা হয়, নারী সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের গৌরবময় অর্জনের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সব খেলোয়াড়কে এবং সফলভাবে পরিচালনা করে কৃতিত্বপূর্ণ বিজয় উপহার দেওয়ার জন্য অধিনায়ক সাবিনা খাতুনকে বাউবি জানাচ্ছে আন্তরিক ধন্যবাদ, প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। সাবিনা খাতুনকে বাউবির একজন গর্বিত শিক্ষার্থী বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
সাতক্ষীরা জেলার সবুজবাগ গ্রামে ১৯৯৩ সালের ২৫ অক্টোবর জন্ম গ্রহণ করেন সাবিনা খাতুন। পাঁচ বোনের মধ্যে চতুর্থ সাবিনা। তার বাবা মো. সৈয়দ আলী গাজী, মা মোসাম্মৎ মমতাজ বেগম।