২১ সেপ্টেম্বর ২০২২, ১৭:২৮

ছাদ খোলা বাসে হঠাৎ অসুস্থ নারী ফুটবলার, নেওয়া হলো হাসপাতালে

চ্যাম্পিয়নরা  © সংগৃহীত

বাংলাদেশ নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে দেশে এসেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার দুপুর ১টা ৫০ মিনিটে পা রাখেন সাবিনারা। বিমানবন্দর থেকে ছাদ খোলা বাসে করে বাফুফে কার্যালয়ের দিকে যাচ্ছেন তারা। তবে অতিরিক্ত গরমের কারণে অসুস্থ হয়েছেন একজন। এই ফুটবলারের নাম ঋতুপর্ণা চাকমা।

টিম বাস থেকে নামিয়ে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। নারী দলের গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জল বিষয়টি নিশ্চিত করেছেন। ফুটবলারদের বহনকারী ছাদ খোলা বাসটি বিমানবন্দর থেকে শহর ঘুরে বাফুফে কার্যালয়ের দিকে যাচ্ছে ।

আরও পড়ুন: ছাদ খোলা বাসযাত্রায় চরম ভোগান্তিতে নারী ফুটবলাররা

প্রসঙ্গত, গতকাল বাসযাত্রার রোডম্যাপ জানিয়ে দিয়েছিল বাফুফে। ম্যাপ অনুযায়ী বিমানবন্দর থেকে কাকলি হয়ে মহাখালি ফ্লাইওভার ব্যবহার করে জাহাঙ্গীর গেট, পিএমও অফিসের পর বিজয় স্মরণীতে এসে হাতের বাঁয়ে চলে যাবে।

অতঃপর সেখান থেকে তেজগাঁও হয়ে পুনরায় ফ্লাইওভার দিয়ে মৌচাক হয়ে কাকরাইলে পৌঁছাবেন তারা। পরে কাকরাইল থেকে হাতের বাঁয়ে- ফকিরাপুল, আরামবাগ এবং মতিঝিল ও শাপলা চত্বর হয়ে বাফুফে ভবনে গিয়ে পৌঁছাবেন চ্যাম্পিয়নরা।