কোচিং বন্ধ থাকবে আগামী ২০ দিন
আসন্ন এসএসসি পরীক্ষা উপলক্ষে প্রশ্নফাঁস, গুজবমুক্ত পরিবেশ বজায় রাখতে ১২ সেপ্টেম্বর থেকে দেশের সবধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে। আজ সোমবার (৫ সেপ্টেম্বের) জাতীয় মনিটরিং ও আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভায় শিক্ষা মন্ত্রণালয় কর্তৃৃক এই সিদ্ধান্ত জানানো হয়। সভায় আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২ অক্টেবর পর্যন্ত মোট ২০ দিন দেশের সবধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী সূত্রে জানা যায়, চলতি মাসের ১৫ তারিখ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। এ বছর পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। এর মধ্যে সাধারণ ৯টি বোর্ডের অধীনে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন। দাখিলে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ড ও দাখিল ভোকেশনালে ১ লাখ ৬৩ হাজার ৬৬২ পরীক্ষার্থী অংশ নেবে।
এছাড়াও চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে ১১টা থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।
তিনি জানান, সকাল ১১টা থেকে পরীক্ষা শুরু ১টা পর্যন্ত চলবে। এবার ৩ ঘণ্টার পরিবর্তে পরীক্ষা হবে ২ ঘণ্টা। এর মধ্য এমসিকিউ ২০ মিনিট, লিখিত ১ ঘণ্টা ২০ মিনিট। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে অর্থাৎ ১০টা ৩০ মিনিটের মধ্যে প্রবেশ করতে হবে।
এ আগে চলতি বছর এসএসসি পরীক্ষা ১৯ জুন শুরুর কথা থাকলেও পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান ও সিলেটে বন্যার কারণে এসএসসি পরীক্ষা পিছিয়ে ১৫ সেপ্টেম্বর করা হয়।