০৮ আগস্ট ২০২২, ০৯:৫১

অপহরণের ২৫ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

অপহরণের ২৫ দিন পর স্কুলছাত্রী উদ্ধার
স্কুলছাত্রী   © সংগৃহীত

ময়মনসিংহে অপহরণের ২৫ দিন পর এক স্কুলছাত্রীকে (১৪) উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ আগস্ট) ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জেলা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এর আগে, রোববার দুপুরে মহানগরীর থানাঘাট এলাকা থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

অপহরণের শিকার স্কুলছাত্রী গৌরীপুর উপজেলার বাসিন্দা ও স্থানীয় একটি বিদ্যালয়ের ছাত্রী।  

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘ওই ছাত্রী স্কুলে যাওয়া-আসার পথে একই উপজেলার মজিবুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (২২) প্রায়ই তাকে প্রেমের প্রস্তাব দিতেন। স্কুলছাত্রী বিরক্ত হয়ে তার বাবাকে বিষয়টি জানান। পরে কিশোরীর বাবা দেলোয়ার হোসেনের বাবাকে বিষয়টি জানান।’ 

আরও পড়ুন : অভিজ্ঞতা ছাড়াই ঢাকা ব্যাংকে চাকরি, যোগ্যতা স্নাতক পাস

তিনি আরও বলেন, ‘এ ঘটনার পর ১৩ জুলাই ওই কিশোরী নানার বাড়িতে যাওয়ার পথে দেলোয়ার তাকে অপহরণ করেন। পরে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে উদ্ধারের মামলা দায়ের করেন। মামলার পর অভিযান চালিয়ে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে।’