বিয়ের দাবিতে বাড়িতে স্কুলছাত্রী, সময় চাইলেন প্রেমিক
নোয়াখালীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন দশম শ্রেণির এক ছাত্রী (১৬)। শুক্রবার (১ জুলাই) সকাল থেকেই চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে প্রেমিক মেহেদি হাসান রাফির (২২) বাড়িতে অবস্থান ওই স্কুলছাত্রী।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জাকির হোসেন জানান, মেয়েপক্ষের লোকজন ডেকে এনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সমাধানে আসার চেষ্টা করছি।
জানা গেছে, স্থানীয় ওমর আলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ওই কিশোরী। এছাড়া অভিযুক্ত মেহেদি হাসান মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো. ডাক্তার বাড়ির ইসমাইল হোসেনের ছেলে।
স্কুলছাত্রী জানিয়েছে, প্রায় তিন বছর ধরে মেহেদির সঙ্গে প্রেমের সম্পর্ক। বিয়ের প্রলোভনে রাফি তাকে বিভিন্নস্থানে নিয়ে গেছেন। বিয়ের জন্য চাপ দিলে টালবাহানা করছেন রাফি। এজন্য তিনি অনশনে বসেছেন। রাফি তাকে বিয়ে না করলে, আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি।
এ ব্যাপারে মেহেদি হাসান রাফি জানান, এর আগেও ওই স্কুলছাত্রী আমার বাড়িতে এসেছিল। সে সময় তাকে বুঝিয়ে বাড়ি পাঠানো হয়। আজও কিছুতেই সে বাড়ি ফিরে যাচ্ছে না। ২০১৯ সালে এইচএসসি পাস করে এখনো পড়ালেখা করছি। কিছুদিন সময় চেয়েছি, কিন্তু সে মানছে না। এখন মুরুব্বিরা সিদ্ধান্ত নেবেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন বলেন, বিষয়টি শুনেছি। কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।