১৪ জুন ২০২২, ২১:১৬

এসএসসি-২০২৩ সিলেবাসে কী কী রয়েছে 

এসএসসি পরীক্ষার্থী   © সংগৃহীত

২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রণীত সিলেবাস প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) রাতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই সিলেবাস প্রকাশিত হয়। 

সরকারি মাধ্যমিক-২ শাখার উপসচিব মো. আব্দুস সামাদ স্বাক্ষরিত অনুমোদনপত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে, রোববার এ সিলেবাসের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। 

অনুমোদন পত্রে বলা হয়েছে, ‘শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত গত ১১ এপ্রিল সভার সিদ্ধান্ত অনুসারে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে। উক্ত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি এতৎসঙ্গে প্রেরণ করা হলো এবং পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

এসএসসি-২০২৩ পরীক্ষার সিলেবাস দেখার জন্য সংশ্লিষ্ট বিষয়ের ওপরে ক্লিক করুন।

বাংলা ১ম, বাংলা দ্বিতীয়, ইংরেজি ১ম, ইংরেজি দ্বিতীয়, গণিত, উচ্চতর গণিত, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, আইসিটি, অর্থনীতি, ইতিহাস, সিভিক্স, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি, জিওগ্রাফি ও ইনভাইরোনমেন্ট, অ্যাকাউন্টিং, বিজনেস, ফিন্যান্স, কৃষি, হোম সাইন্স, কর্মমুখী শিক্ষা, শারীরিক শিক্ষা, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, আরবি, সংস্কৃতি, পলি, সংগীত