৩১ মার্চ ২০২২, ০৯:১১

ঝগড়া করে প্রেমিক কলেজছাত্রের আত্মহত্যা, খবর পেয়ে প্রেমিকা স্কুলছাত্রীর বিষপান

প্রেমিক-প্রেমিকা   © প্রতীকী ছবি

বগুড়ায় প্রেমিকার সঙ্গে ঝগড়ার পর সাগর সরকার (১৭) নামে এক কলেজছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় প্রেমিকের আত্মহত্যার খবর পেয়ে নবম শ্রেণীর ছাত্রী প্রেমিকাও বিষপান করেছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, বুধবার উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাগর সরকার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুতুবপুরের মোস্তাফিজার রহমান সরকারের ছেলে ও চন্দনবাইশা ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী।

স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, সাগরের সঙ্গে পাশের গ্রামের নবম শ্রেণির এক ছাত্রীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। বুধবার দুইজনে যমুনা নদীর তীরে বেড়াতে যায়। এ সময় কোনো কারণে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। অভিমানে সাগর বাড়ি ফিরে আসে। এরপর নিজের ঘরের আড়ার সঙ্গে গলায় রশির ফাঁস দিয়ে আত্মহত্যা করে সাগর।

পুলিশ আরও জানিয়েছে, পরিবারের অন্য সদস্যরা এ ঘটনার টের পেয়ে তাকে উদ্ধার করেন। পরে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে প্রেমিক সাগরের আত্মহত্যার খবরে প্রেমিকা বিষপান করলে তাকে উদ্ধার করে অচেতন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন : পরিত্যক্ত বোতল দিয়ে ডাস্টবিন বানালেন ববি শিক্ষার্থী

সাগর সরকারের মা শরিফা বেগম জানান, সকালে শ্যালো মেশিনে বোরো ধান ক্ষেতে সেচ দেওয়ার কথা জানিয়ে সাগর বের হয়ে যায়। এর কিছুক্ষণ পর ক্ষেতে ছেলের কাছে যান তিনি। কিন্তু দুপুর ১২টার পর তাকে রেখে সাগর বাড়িতে চলে আসে। ক্ষেত থেকে ফিরে গিয়ে দেখি সাগর গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, প্রেমিক কলেজছাত্র সাগর সরকার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে বগুড়ার শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রেমিকের মৃত্যুর খবরে প্রেমিকা স্কুলছাত্রী বিষপান করেছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।