২৫ মার্চ ২০২২, ১০:২১

স্কুলছাত্রীদেরকে খাওয়ানো হবে আয়রন ট্যাবলেট

নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খাওয়ানো হবে আয়রন ট্যাবলেট  © সংগৃহীত

দেশের স্কুলছাত্রীদেরকে প্রতি সপ্তাহে একটি করে আয়রন ফলিক ট্যাবলেট খাওয়ানোর কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগামী ২৭ মার্চ (রবিবার) থেকে তাদেরকে এ ট্যাবলেট খাওয়ানো হবে। 

বুধবার (২৩ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

ইতোমধ্যে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানে ৮ কোটি আয়রন ট্যাবলেট বিতরণ করা হয়েছে। কিশোরীদের কৈশোরকালীন পুষ্টি  চাহিদা পূরণে কাজ করবে এ ট্যাবলেট।

আরও পড়ুন: শ্রীলঙ্কার মহাসঙ্কটে ভারত ও চীনের অর্থ সহায়তা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে ইউনিসেফের সহায়তায় লক্ষাধিক শিক্ষক-কর্মকর্তাকে অ্যাপসের মাধ্যমে পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়েছে। ২০২০ সালে ৮ অক্টোবর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি কৈশোরকালীন পুষ্টি কার্যক্রমের প্রশিক্ষণ অ্যাপস এবং কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে গাইডলাইনের উদ্বোধন করেন। এ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে ইতিমধ্যে দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে  প্রায় আট কোটি আয়রন ফলিক এসিড ট্যাবলেট বিতরণ করা হয়েছে।

কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হওয়ায় আগামী ২৭ মার্চ থেকে দেশব্যাপী সকল নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়সমূহের মেয়ে শিক্ষার্থীদের প্রতি সপ্তাহে একটি করে আয়রন ফলিক এসিড ট্যাবলেট খাওয়ানো কার্যক্রম শুরু করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।